আইএসএলে গতকাল চেন্নাই বনাম গোয়ার ম্যাচ নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যেই ছিল প্রবল উন্মাদনা। কালকে রীতিমত হাড্ডাহাড্ডি ম্যাচ খেলেছে দুই দল। বুধবার আইএসএলের প্রথম ম্যাচে দু’বারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই এফসিকে ৩-০ গোলে বিধ্বস্ত করল এফসি গোয়া।
গত মরসুমেও ফাইনালে উঠেছিল গোয়া। কিন্তু বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ০-১ হেরে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরা থেকে যায়। এই মরসুমে আইএসএল জিততে মরিয়া গোয়া এ দিন শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে।
খেলা শুরুর পর প্রথম ৩০ মিনিটেই বিপর্যয় নামে চেন্নাই শিবিরে। সেমিডংগেল লেনের গোলে এগিয়ে যায় গোয়া। চার বছর আগে এই মাঠেই গোয়ার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ধ্বংস করেছিল চেন্নাই। ফাইনালে ৩-২ জিতেছিলেন জেজে লালপেখলুয়ারা। এ দিন বদলা নিলেন ফেরান কোরোমিনাসেরা।
যদিও প্রথমার্ধে এক গোলের বেশি হয়নি। ৬২ মিনিটে দ্বিতীয় গোল কোরোমিনাসের। ৮১ মিনিটে তৃতীয় গোল ডিফেন্ডার কার্লোস পেনার। গোয়ার পরের ম্যাচ ২৮ অক্টোবর বেঙ্গালুরুর বিরুদ্ধে।