ফের বিজেপিতে ভাঙন। বিজেপিতে মোহভঙ্গের পর তৃণমূলে যোগ দিলেন ২০০ কর্মী। বুধবার বিকেলে গোঘাটে তৃণমূলের বিজয় সম্মিলনী অনুষ্ঠানে তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন।
তৃণমূলে আসা কর্মীদের হাতে পতাকা তুলে দেন জেলা সভাপতি দিলীপ যাদব। কর্মীরা জানিয়েছেন, বিজেপিতে গিয়ে মানুষের উন্নয়নের জন্য কোনও কাজ হবে না। তারা তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিলে বাংলার মানুষের উন্নয়নের জন্য কাজ করতে চান।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি মেহবুব রহমান, বিধায়ক মানস মজুমদার। মানস মজুমদার জানান, “এই সমস্ত কর্মী বিজেপির জোড় জুলুমে ও বিজেপির প্রলোভনের জন্য বিজেপিতে যেতে বাধ্য হয়েছিলেন। কিন্তু এরা নিজেদের ভুল বুঝতে পেরেছেন। তাই সকলে তৃণমূলে ফিরে এসেছেন”।