মহারাষ্ট্রে প্রাথমিক ট্রেন্ডে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি-শিবসেনা জোট। তবে হরিয়ানায় জোর টক্কর দিচ্ছে কংগ্রেস। চলছে হাড্ডাহাড্ডি লড়াই। মহারাষ্ট্রে লড়াই চলছে ২৮৮টি আসনে। প্রাথমিক ট্রেণ্ড বলছে, অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি ও শিবসেনা জোট।
বিজেপি এগিয়ে ৬৪ আসনে ও শিবসেনা এগিয়ে ৪০টি আসনে। নাগপুর দক্ষিণ-পশ্চিমে এগিয়ে রয়েছেন দেবেন্দ্র ফড়নবীশ। ৩০টি আসনে এগিয়ে রয়েছে এনসিপি। কংগ্রেস ২৫টি ও অন্যান্যরা ৩৩টি আসনে এগিয়ে রয়েছে। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে জিততে হবে ১৪৫টি আসন।
মহারাষ্ট্রে গেরুয়া শিবির চালিয়ে ব্যাট করলেও হরিয়ানায় তাদের জোর টক্কর দিচ্ছে কংগ্রেস। সে রাজ্যে মোট আসন ৯০টি। প্রাথমিক ট্রেন্ডে দেখা গিয়েছে, গেরুয়া শিবির এগিয়ে রয়েছে ৩১টি আসনে। কংগ্রেস এগিয়ে ২৬টি আসনে। এ ছাড়া জেজেপি ৯টি, আইএনএলডি একটি ও অন্যান্যরা ১০টি আসনে এগিয়ে রয়েছে। পিছিয়ে রয়েছে খট্টর মন্ত্রিসভার চার সদস্য। চরকি দাদরিতে পিছিয়ে ববিতা ফোগত। হরিয়ানায় সংখ্যাগরিষ্ঠতা পাবে কংগ্রেস। প্রাথমিক ট্রেন্ড দেখে এমনই দাবি করেছেন শীর্ষ কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা। কংগ্রেস সুত্রে খবর, ভূপেন্দ্র সিং হুডার সঙ্গে ফোনে কথা বলেছেন সোনিয়া গান্ধী।