অগণতান্ত্রিক ভাবে জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা রদ করেছে কেন্দ্রের মোদী সরকার। তারপর থেকেই উত্তপ্ত উপত্যকা। এখনও সম্পূর্ণ ভাবে বিধিনিষেধ ওঠেনি ভূস্বর্গ থেকে। এবার সুপ্রিম কোর্টেও মুখ পুড়ল কেন্দ্রের। ৩৭০ ধারা বিলোপের পর আর কতদিন জম্মু ও কাশ্মীরে বিধিনিষেধ জারি রাখতে চান? কেন্দ্রের কাছে এই প্রশ্নেরই জবাব চাইল সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানির দিন ৫ নভেম্বর ধার্য করা হয়েছে।
আদালতের প্রশ্নের জবাবে জম্মু ও কাশ্মীরের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, ৯৯% কড়াকড়িই তুলে নেওয়া হয়েছে। আর প্রতিদিন পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন শীর্ষ আদালতের তিন সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার বলে, ‘আর কতদিন আপনারা কড়াকড়ি চান? ইতিমধ্যেই ২ মাস হয়ে গিয়েছে। এ বিষয়টি আপনাদের স্পষ্ট করতে হবে এবং অন্য কোনও প্রক্রিয়া বের করতে হবে।’ আদালত আরও বলেছে, ‘আপনারা নিয়ন্ত্রণ বজায় রাখার সিদ্ধান্ত নিতে পারেন তবে সেই সিদ্ধান্ত আপনাদের খতিয়ে দেখতে হবে। তাই নয় কী?’ ইন্টারনেটের কড়াকড়ির বিষয়েও জিজ্ঞেস করে বিচারপতি রামানা, আর সুভাষ রেড্ডি ও বিআর গাভাইয়ের বেঞ্চ।