হরিয়ানায় সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে গেরুয়া শিবির। বুথ ফেরত সমীক্ষার পর এমনই জানাল অ্যাক্সিস। জানা গেল, জাঠ রাজ্যে ধাক্কা খেতে পারে নরেন্দ্র মোদী-অমিত শাহ শিবির। সোমবার মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। তারপর মঙ্গলবার এই সমীক্ষা প্রকাশ করেছে অ্যাক্সিস।
হরিয়ানা বিধানসভায় ৯০টি আসন রয়েছে। সেখানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে গেলে ৪৬ টি আসনে জিততে হবে। অ্যাক্সিসের সমীক্ষা বলছে, হরিয়ানায় ৩২ থেকে ৪৪ টি আসনে জিততে পারে বিজেপি। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনের তুলনায় কম আসনে পেতে পারে গেরুয়া শিবির।
বরং অপ্রত্যাশিত ভাবেই হরিয়ানায় ভাল ফল করতে পারে ভূপেন্দ্র সিংহ হুডার নেতৃত্বে কংগ্রেস। সাবেক জাতীয় দল পেতে পারে ৩০ থেকে ৪২টি আসন। এ ছাড়া ওমপ্রকাশ চৌটালার নাতি দুষ্মন্ত চৌটালার জননায়ক জনতা পার্টি পেতে পারে ৬ থেকে ১০ টি আসন। সেই সঙ্গে ৬ থেকে ১০ টি আসনে জিততে পারেন নির্দলরা। এর অর্থ পরিষ্কার। তা হল, হরিয়ানা বিধানসভা ভোটে ত্রিশঙ্কু হতে পারে।
চোদ্দ সালে হরিয়ানায় বিধানসভা ভোটে ৪৮ টি আসনে জিতেছিল বিজেপি। রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর এ বার দাবি করছিলেন, অন্তত ৭৫ টি আসনে জিতবেন তাঁরা। কারণ, লোকসভা ভোটে হরিয়ানার দশটি আসনেই জিতেছে বিজেপি। কিন্তু অ্যাক্সিস জানাচ্ছে, সেই স্বপ্ন অধরাই থাকতে পারে বিজেপি-র।
পর্যবেক্ষকদের মতে, অ্যাক্সিসের এই পুর্বানুমান প্রকৃত ফলাফলের সঙ্গে মিলে গেলে তা বিজেপি-র জন্য বড় ধাক্কা হবে। শেষ পর্যন্ত বিজেপি হয়তো নির্দলদের সমর্থন জুটিয়ে সরকার গড়ে ফেলবে। কিন্তু লোকসভা ভোটে একাই তিনশ পার করার ৬ মাসের মধ্যে একটি রাজ্যে বিজেপি ক্ষমতা হারালে তা বিরোধীদের ফের অক্সিজেন যোগাতে পারে।