কোনও বিশেষ চিন্তাধারার রাজনৈতিক দলের সঙ্গে পেশাগতভাবে তাঁর কোনও যোগাযোগ নেই। বাংলার সরকারের সঙ্গে কাজ করি। অন্য যে কোনও সরকারের সঙ্গেও কাজ করব। প্রকৃত সমস্যা নিয়ে যে কেউ এলেই পরামর্শ দেব। কেউ অর্থনৈতিক পরামর্শ চাইতে এলে সেটা তাঁকে দেওয়াটা তাঁর পেশা। মঙ্গলবার দিল্লীতে একটি সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে এমনটাই বললেন অর্থনীতিতে এবছর নোবেল জয় করা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।
এদিন সকালেই ৭ নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে একান্ত বৈঠক করেছেন অভিজিৎ। সেখানে তিনি জানিয়েছেন, দেশের স্বাস্থ্য এবং শিক্ষা পরিষেবাই মূলত আলোচনার বিষয় ছিল। অভিজিৎ বললেন, ‘দেশে স্বাস্থ্যে মানুষ যা ব্যয় করছেন, তার উপযুক্ত পরিষেবা পাচ্ছেন না। পরিবারের একজন অসুস্থ হলে সারা পরিবার সর্বস্বান্ত হয়ে যাচ্ছে তাঁর চিকিৎসায়। উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে কীভাবে এই অবস্থার উন্নতি করা যায় তা নিয়ে কথা হয়েছে।’
দেশের শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে মহিলাদের কীভাবে ভূমিকা আরও বাড়ানো যায় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় উঠে এসেছে সেই বিষয়টিও। এদিন সংবাদমাধ্যমের সামনে হাসির ছলে অভিজিৎ স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁকে যেভাবে মোদীবিরোধী প্রতিপন্ন করার চেষ্টা করছে সংবাদমাধ্যম এবং সমাজের একাংশ, সেটা তিনি একেবারেই ভালো চোখে দেখছেন না।