আজ প্রকাশিত হয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) বহু প্রতীক্ষিত ২০১৭ সালের ক্রাইম স্ট্যাটিসটিক্স। সেই রিপোর্ট অনুযায়ী, মহিলাদের ওপর সবথেকে বেশি নির্যাতনের ঘটনা ঘটেছে বিজেপি শাসিত যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে। সেইসঙ্গে বেড়েছে তফসিলিদের ওপর অত্যাচারের ঘটনাও।
এনসিআরবির তথ্য অনুযায়ী, ২০১৭ সালে সারা দেশে মহিলাদের মোট অত্যাচারের ঘটনা নথিবদ্ধ হয়েছে ৩,৫৯,৮৪৯ টি। এর মধ্যে যোগীরাজ্যেই শুধু হয়েছে ৫৬,০১১টি। ঠিক তার পিছনেই রয়েছে আরেক বিজেপি -শিবসেনা জোট শাসিত রাজ্য মহারাষ্ট্র। সেখানে ঘটেছে ৩১,৯৭৯টি। ২৭.৯% কেসে মহিলাদের ওপর অত্যাচার করেছেন স্বামী ও নিকট আত্মীয়রা। শ্লীলতাহানী ২১.৭%, অপহরণ ২০.৫% এবং ধর্ষণ ও যৌন নির্যাতন ৭%।
২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে অপরাধ বেড়েছে ৩.৭ শতাংশ। ভারতীয় দণ্ডবিধির অধীনে দেশের মোট অপরাধের ১০.১ শতাংশই হয় উত্তরপ্রদেশে। ১ জানুয়ারি ২০১৭ থেকে ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত সময়সীমা ধরে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। একইসঙ্গে এও জানানো হয়েছে সেই সময়ে উত্তরপ্রদেশ এবং দিল্লীতে বিভিন্ন অভিযোগ অনলাইনে দায়ের করা শুরু করায় অপরাধের সংখ্যায় এই বৃদ্ধি সামনে এসেছে। জানা গেছে, এই তালিকায় সবচেয়ে নীচে রয়েছে বাংলা।