‘রাজ্যে কোনও এনআরসি হবে না। কোনও ভাগাভাগি করতে দেব না। আপনারা নিশ্চিন্তে থাকুন। আমি আমরা আপনাদের পাহারাদার। এনআরসি যখন হবে না, তখন ডিটেনশন ক্যাম্পের তৈরির কোনও প্রশ্নই নেই।’ মঙ্গলবার শিলিগুড়ির ‘উত্তর কন্যায়’ প্রশাসনিক বৈঠকে এভাবেই এনআরসি নিয়ে আতঙ্কিত রাজ্যবাসীকে বরাভয় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন প্রশাসনিক বৈঠকে দুই রাজ্যে যারা ভোট দেন, তাদের উদ্দেশ্যেও কড়া মনোভাব ব্যক্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এমন দেখা গিয়েছে পাশের রাজ্য বিহারে যিনি ভোটার, তিনি আবার এই রাজ্যেরও ভোটার’। এক মানুষ যাতে দুই রাজ্যে ভোট না দিতে পারেন তা দেখতে বলেন মুখ্যমন্ত্রী।
একইসঙ্গে, রাজ্যবাসীর কাছে তিনি আবেদন করেছেন, ভোটার তালিকা বা কার্ডে যদি কোনও ত্রুটি থাকে তা সংশোধন করে নিতে। পাশাপাশি, এনআরসি নিয়ে তাঁর যা মনোভাব, তা আবার এদিন প্রশাসনিক বৈঠকে পরিষ্কার করে দিলেন। কোনও মতেই যে এই রাজ্যে এনআরসি করতে দেওয়া হবে না তা আবার একবার জানিয়ে দিলেন তিনি। এনআরসি নিয়ে কোচবিহার, আলিপুরদুয়ারে রাজবংশীদের একাংশে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আসামে রাজবংশীদের নাম-ই সবচেয়ে বেশি বাদ পড়েছে। উত্তরবঙ্গে এসে রাজবংশীদের পাশাপাশি সাধারণ মানুষকে আবারও আশ্বস্ত করলেন তিনি। পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী বিল যে তৃণমূল সমর্থন করবে না, সেটাও এদিন আরেকবার স্পষ্ট করে দেন।