একমুঠো ভাতের জন্য কত মানুষ সারাদিন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়াচ্ছে। আর সারা বিশ্বের মধ্যে শহর কলকাতায় খাবারের দাম সবথেকে কম। এ কথা সকলেই জানেন। এবার কলকাতা পুরসভা তাকে ছাপিয়ে গিয়ে আরও ধাপ এগিয়ে গেল। মমতার উদ্যোগে লায়ন্স ক্লাবের সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতা পুরসভা শহর কলকাতায় চালু করল এক অভিনব খাবারের গাড়ি। যেখানে প্রতিদিন লায়ন্স ক্লাবের পক্ষ থেকে মাত্র ছয় টাকার বিনিময় সকলের জন্য পাওয়া যাবে ভাত-ডাল-তরকারি।
এই সংস্থার টার্গেট প্রতিদিন এক হাজার মানুষকে এই ছয় টাকার বিনিময়ে ভাত ডাল আর তরকারি খাওয়ানো। মনিটরিং করবে অবশ্যই কলকাতা পুরসভা এবং খাবারের কোয়ালিটি কেমন হবে তা প্রথম দিনই নিজেই দেখে দেখে নিলেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম।
প্রায় এক বছর আগে শুরু হয়েছিল এর যাত্রাপথ নদীয়া জেলা থেকে। বর্তমানে লায়ন্স ক্লাব গোটা নদীয়া জেলা জুড়ে প্রতিদিন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এভাবেই সকল মানুষের হাতে দু’মুঠো ভাত তুলে দেয়। লায়ন্স ক্লাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বর্তমানে এই চলমান গাড়িটি থাকবে এসএসকেএম হাসপাতালের পাশে।