এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের করা সমীক্ষায় অপরাধ দমন, অপরাধীদের ধরা, তদন্ত ও আইন-শৃঙ্খলা বজায় রাখার নিরিখে দেশের সকল পুলিশ স্টেশনের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছিল এ রাজ্যের মুর্শিদাবাদের ফরাক্কা। এবার ফের অন্যান্য রাজ্যকে পিছনে ফেলে এগিয়ে বাংলা।
রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে যখন বিরোধীরা রাজপথে নামতে শুরু করেছেন, ঠিক তখনই ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো ২০১৭ সালের অপরাধের রিপোর্টে দেখা গেল, একাধিক বিজেপি শাসিত রাজ্যের তুলনায় অনেকটাই সুরক্ষিত মমতার বাংলা। অপরাধের শীর্ষে রয়েছে বিজেপির নেতৃত্বাধীন যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশ৷ দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি-শিবসেনার মহারাষ্ট্র৷ তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ৷
শতাংশের হিসাবে বিবেচনা করলে গোটা দেশের মোট অপরাধের নিরিখে ১০.১ শতাংশ অপরাধ ঘটেছে উত্তরপ্রদেশে৷ মহারাষ্ট্রে ৯.৪ শতাংশ৷ মধ্যপ্রদেশে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৮.৮ শতাংশ৷ এরপর কেরলে অপরাধের শতাংশ বলছে ৭.৭৷ বিহারে ঘটছে ৫.৯, তামিলনাড়ুতে ৫.৮ শতাংশ, রাজস্থানে ৫.৫ শতাংশ হারে অপরাধ হচ্ছে বলে জানিয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবি৷
বাংলায় ২০১৭ সালে অপরাধের সংখ্যা বেশ খানিকটা কমের দিকে বলে জানিয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো৷ রিপোর্ট বলছে, দেশের মোট অপরাধের শতাংশ হিসেবে মমতার বাংলায় অপরাধ হয়েছে ৫.৪ শতাংশ৷ বাংলায় অপরাধ বেশ খানিকটা কমেছে বলে তথ্য-পরিসংখ্যান পেশ করা হয়েছে।
ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট বলছে, ২০১৫ সালে রাজ্যে অপরাধের সংখ্যা ছিল ১ লক্ষ ৭৯ হাজার ৫০১টি৷ ২০১৬ সালে অপরাধের সংখ্যা দাঁড়িয়েছিল ১ লক্ষ ৭৬ হাজার ৫৬৯টি৷ আর ২০১৭ সালে সর্বশেষ রিপোর্টে বাংলায় অপরাধ কমেছে কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৩ হাজার ৯৯৯টি৷ লক্ষ্য করলেই দেখা যাচ্ছে, প্রতি বছরই কমে যাচ্ছে অপরাধের সংখ্যা। এ যে দক্ষ প্রশাসক মমতার শক্ত হাতে রাজ্যের রাশ সামলানোর ফল, তা বলাই বাহুল্য।