টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করার পর বিরাট কোহালির গলায় উঠল টিম গেমের স্লোগান। প্রোটিয়াদের তিন টেস্টের সিরিজে দু’বার ফলো অন করিয়েছে ভারত। ঘরের মাঠে টানা ১১ টেস্ট সিরিজও জিতেছে টিম ইন্ডিয়া। এই দুরন্ত ধারাবাহিকতার পর অধিনায়ক বলেছেন, “আমাদের দলে খুব বেশি অভিজ্ঞতা না থাকলেও বিশ্বাস রাখি যে বিশ্বের সর্বত্র আমরা জিততে পারব। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা— যে কোথাও আমরা জেতার ক্ষমতা ধরি”।
সদ্যসমাপ্ত সিরিজে ভারতের সাফল্যের নেপথ্যে নজর কেড়েছেন পেসাররা। অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন যদিও ১৫ শিকার নিয়ে সিরিজের সর্বাধিক উইকেট সংগ্রহকারী। তবে অশ্বিনের পরেই রয়েছেন পেসার মহম্মদ শামি ও বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাডেজা। দু’জনেই নিয়েছেন ১৩ উইকেট।
কোহলি জানিয়েছেন, “আমি গর্বিত এই দলের জন্য। আমরা যখন অ্যাওয়ে সিরিজেও খেলেছি, তখনও প্রত্যেক ম্যাচে লড়েছি। আমরা জেতার জন্য উজাড় করে দিয়েছি। মানসিক ভাবেই আমরা তা শুরু করেছি। ক্রিকেটাররা প্রচণ্ড খেটেওছে তার জন্য। এই দলের মানসিকতা দেখে তাই মুগ্ধ। এই সিরিজটা দুর্দান্ত গেল। আর বিশ্বের সেরা দল হয়ে উঠতে গেলে বহুমুখি হতেই হবে।”