এ যেন মগের মুলুক! আপনি কটা সন্তান নেবেন, তাও ঠিক করে দেবে বিজেপি সরকার! তাদের ঠিক করে দেওয়া সীমার অধিক সন্তান থাকলেই মিলবে না সরকারি চাকরি! হ্যাঁ, ঠিকই শুনছেন। ‘হাম দো, হামারে দো’- পুরনো এই পরিবার পরিকল্পনা স্লোগানকেই সামনে রেখেই এবার এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল আসামের বিজেপি সরকার। সোমবার আসাম মন্ত্রীপরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে, একটি পরিবারে ২ জনের বেশি সন্তান থাকলে আর সরকারি চাকরি মিলবে না তাঁদের। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে লাগু হতে চলেছে এই নিয়ম। যে সমস্ত সরকারি কর্মচারীদের ইতিমধ্যেই দু’জন সন্তান রয়েছে তাঁদেরও সরকারি চাকরি টিকিয়ে রাখতে হলে এই বিষয়ে যত্নবান হতে হবে।
সোমবার সন্ধ্যায় সন্ধ্যায় অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল জানিয়েছেন যে, ছোট পরিবার নীতি অনুসারে ২০২১ সালের ১ জানুয়ারি থেকে দুই জনের বেশি বাচ্চা রয়েছে এমন পরিবারগুলি আর সরকারি চাকরি পাবে না। উল্লেখ্য, ২০১৭ সালের সেপ্টেম্বরে আসাম বিধানসভায় ‘আসামের জনসংখ্যা ও নারীদের ক্ষমতায়ন নীতি’ পাস করানো হয়। ওই নীতিতেই স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, দু’টি সন্তান রয়েছে এমন চাকরিপ্রার্থীরাই কেবলমাত্র সরকারি কর্মসংস্থানের যোগ্য হতে পারবেন। এবং যাঁরা ইতিমধ্যেই সরকারি চাকরি করেন তাঁদের কড়াভাবে মাথায় রাখতে হবে যে দুই জনের বেশি সন্তান তাঁরা নিতে পারবেন না। স্বাভাবিকভাবেই সরকারের এ হেন সিদ্ধান্তে ক্ষোভের সঞ্চার হয়েছে রাজ্যবাসীর মনে।