দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি গান্ধী-ম্যান্ডেলা সিরিজের তৃতীয় টেস্টে অনবদ্য এক বিশ্বরেকর্ড গড়লেন ভারতের সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে৷ এমন এক নজির, যার সঙ্গে শুধু তিনি একা জড়িত নন, ক্রিজের অপর প্রান্তের তাঁর ব্যাটিং পার্টনাররাও জড়িয়ে রয়েছেন৷
রাঁচিতে রোহিত শর্মার সঙ্গে চতুর্থ উইকেটের জুটিতে ২৬৭ রানের পার্টনারশিপ গড়লেন রাহানে৷ এটি তাঁর টেস্ট কেরিয়ারের ৬১তম ম্যাচে ২০০ তম টেস্ট পার্টনারশিপ৷ ২০০টি পার্টনারশিপের মধ্যে রাহানে একবারও রান-আউট হননি৷ একবারও রান-আউট করেননি কোনও পার্টনারকে৷ অর্থাৎ এ-যাবৎ টেস্ট কেরিয়ারে কখনও রান-আউটের ঘটনায় জড়াননি অজিঙ্কা৷ টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি একটি বিশ্বরেকর্ড৷
রাহানের ভূয়শী প্রশংসা করেছেন রোহিত। তিনি বলেন, ‘ভারতীয় দলে রাহানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যাটসম্যান। ওর বিশাল অভিজ্ঞতা রয়েছে। নতুন করে কিছু প্রমাণ করার নেই। এই টেস্ট সেটা আবারও বুঝিয়ে দিয়েছে। রাহানের দৃঢ় মানসিকতা আমাকে মুগ্ধ করে। ওর সঙ্গে জুটি বেঁধে ব্যাটিং আমি দারুণ উপভোগ করেছি।’
রাঁচিতে এমন অনবদ্য রেকর্ড গড়ার পথে টেস্ট কেরিয়ারের ১১ নম্বর সেঞ্চুরি পূর্ণ করেন রাহানে৷ ১৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৯২ বলে ১১৫ রান করে আউট হন তিনি৷ ২০১৬ সালের পর আবার ঘরের মাঠে টেস্ট সেঞ্চুরি করলেন রাহানে৷