শামি, উমেশরা দ্বিতীয় দিন যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই শুরু করলেন তৃতীয় দিন সকালে। আর তাঁদের সঙ্গে যোগ দিলেন রবীন্দ্র জাদেজা ও শাহবাজ নাদিম। ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৬২ রানে অলআউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ৩৩৫ রান এগিয়ে থাকায় দক্ষিণ আফ্রিকাকে ফলো অন দিলেন বিরাট কোহলি।
এ দিন খেলা শুরু হওয়ার পরেই মাত্র ১ রানের মাথায় উমেশের স্বপ্নের ডেলিভারিতে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক ডু প্লেসি। তারপর পার্টনারশিপ গড়েন ডেবিউট্যান্ট জুবেইর হামজা ও টেম্বা বাভুমা। বিশেষ করে তরুণ হামজার ব্যাটিং বেশ ইতিবাচক দেখালো। প্রথম ইনিংসেই হাফ সেঞ্চুরি করলেন তিনি।
৩২ রানের মাথায় নাদিমের বলে বাভুমাকে স্টাম্প আউট করেন ঋদ্ধি। টেস্ট ক্রিকেটে নিজের প্রথম উইকেট নিলেন ঝাড়খণ্ডের এই অভিজ্ঞ বোলার। হামজাকে ৬২ রানের মাথায় বোল্ড করেন জাদেজা। বাকি ব্যাটসম্যানদের মধ্যে কেবলমাত্র জর্জ লিন্ডা কিছুটা প্রতিরোধ গড়েন। ৩৭ রানের মাথায় তাঁকে আউট করেন উমেশ। শেষ উইকেট নেন নাদিম।
মাত্র ৫৬.২ ওভারে ১৬২ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। উমেশ ৩টি এবং শামি, জাদেজা ও নাদিম ২টি করে উইকেট নিয়েছেন। ৩৩৫ রানে পিছিয়ে রয়েছেন তাঁরা। ফের ব্যাট করতে নেমেও শুরুতেই উমেশের বলে আউট হয়ে ফিরে গিয়েছেন ডি কক। শামির বলে বোল্ড হয়ে ফিরে যান হামজাও। এমনকি শামির বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান ফাফ ডু প্লেসিও। শামির বলে ঋদ্ধির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বাভুমাও। ভারতের এই টেস্ট সিরিজ হোয়াইট ওয়াশ করতে দরকার আর মাত্র ৬ উইকেট। এখন দেখার তিন দিনেই রাঁচিতে সিরিজ হোয়াইট ওয়াশ করতে পারে কিনা টিম ইন্ডিয়া।