মুম্বইয়ের আরে কলোনিতে বিতর্কিত মেট্রো প্রকল্পের শুনানিতে অভাবনীয় রায় দিলো সুপ্রিম কোর্ট। আদালতের তরফে বলা হয়েছে, মেট্রো কারশেডের কাজ সমানতালে চলুক। কিন্তু আর কোনও গাছ কাটা যাবে না। একইসঙ্গে গাছ কাটার পরিবর্তে যে নতুন গাছগুলি লাগানো হয়েছে তাদের হেলথ কার্ডও দেখতে চেয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা।
মুম্বই মেট্রোর কারশেড তৈরির জন্য সবুজে ঘেরা আরে কলোনির একটা বড় অংশ রাতারাতি কেটে ফেলা হয়েছিল। মহারাষ্ট্রের আদালতের নির্দেশেই ৪ থেকে ৬ অক্টোবর প্রায় ২০০০ গাছ কেটে ফেলা হয়। এরপরই সুপ্রিম কোর্ট গাছ কাটার নির্দেশে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেয়। যদিও মহারাষ্ট্র সরকার আগেই জানিয়ে দিয়েছিল যে এই প্রকল্পের জন্য যতটা জমির খালি করার প্রয়োজন ততটা তারা পেয়েই গিয়েছে।
বছর দুয়েক আগে এই প্রকল্প ঘোষণা হওয়ার সময় থেকেই অবশ্য বিতর্কের মধ্যে থেকেছে। প্রায় পাঁচ লক্ষ গাছ সহ বহু বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী ও কীটপতঙ্কের বাস এখানে। যা রক্ষা করার জন্য শুরু থেকেই সরব ছিলেন পরিবেশপ্রেমীরা। অরণ্য হিসেবে ঘোষিত এই এলাকায় ২৭টি আদিবাসী গ্রামও রয়েছে যাদের জীবন প্রভাবিত হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে। এই নিয়েই বিক্ষোভ-প্রদর্শন দেখানো হয় গাছ কাটা শুরু হতেই।
বিষয়টি নিয়ে বেশ কিছুটা চাপে পড়ে গিয়েছিল বিজেপি সরকার। সুপ্রিম কোর্টে মামলাটি যেতেই গাছ কাটার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে আদালত। এই মামলার পরবর্তী শুনানি ১৫ নম্ভেম্বর। ততদিন কোনও গাছ কাটা যাবে না বলেই শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে। ভোটের বাজারে যা বেজায় ছাপে ফেলেছে গেরুয়া শিবিরকে।