নিয়মমাফিক ভাবেই রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। কয়েকদিন ধরে ভালোই ছিল রোদের তেজ। সোমবার দুপুর গড়াতেই সেই চিত্রে বদল। মাঝেমধ্যেই মেঘে ঢাকছে আকাশ। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী আরব সাগরের উপর একটি ঘূর্ণবাত সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে যার অবস্থান কন্যাকুমারিকায়। যার ফলে উত্তরের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাতেও বৃষ্টি হবার সম্ভবনা আছে। ঘূর্ণাবতের জেরে কালীপুজোতে বৃষ্টি হবার সম্ভবনা। মেচাকার হতে পারে বাজি ফাটানোর আনন্দ।
সোমবার থেকেই হলুদ সতর্কতা জারি থাকছে কোলাম, আলাপ্পুঝা, কোট্টাম, ইদুক্কি, কোঝিকোডায়। আকাশের অবস্থা দেখে সোমবার দুপুরেই ছুটি দিয়ে দেওয়া হয় কেরালার বেশ কিছু স্কুলে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আগামী ৩৬ ঘন্টার মধ্যে নিম্মচাপটির সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘন্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে হাওয়া বইবে মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, লাক্ষাদ্বীপের উপর দিয়ে।