শব্দবাজি নিয়ন্ত্রণে নয়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশে কালীপুজোর রাতে শব্দবাজি নিয়ন্ত্রণে আকাশে ড্রোন ওড়াবে পুলিশ। তার পাশাপাশি নিষিদ্ধ শব্দবাজি পোড়ালে পাঁচ বছর পর্যন্ত জেল এবং সেই সঙ্গে এক লাখ টাকা জরিমানা পর্যন্ত হতে পারে।
রবিবার কলকাতা এবং সংলগ্ন এলাকার বেশ কিছু বড় আবাসনের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে এমনই সতর্কতা শোনানো হয়েছে। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা, ব্যারাকপুর, হাওড়া এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের প্রতিনিধিরাও।
কালীপুজোর দিনে শব্দবাজি পোড়ানো নিয়ে সবথেকে বেশি অভিযোগ আসে বিভিন্ন আবাসনের বিরুদ্ধে। কলকাতা ও আশপাশের জেলার এই সব আবাসনেই বেশি বেশি শব্দবাজি ফাটানো হয় বলে অভিযোগ। অথচ পুলিশ অধিকাংশ ক্ষেত্রেই কিছু করতে পারে না। অনেক জায়গাতেই ছাদে বাজি ফাটানোয় পুলিশ তা বুঝতে পারে না। আবার অভিযোগ পেয়ে গেলেও আবাসনের প্রধান গেটে তালা থাকায় ভিতরে ঢুকতে পারে না। তাই ড্রোন উড়লে আবাসনের ছাদেও নিষিদ্ধ বাজি ফাটালে তার ছবি পাওয়া যাবে। সেই ছবি দেখে একদিকে যেমন বাজি ফাটানো বন্ধ করা যাবে তেমনই ভবিষ্যতে মামলা হলে প্রমাণ হিসাবেও ওই ফুটেজ ব্যবহার করা যাবে।
দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মেম্বার সেক্রেটারি রাজেশ কুমার এদিন বলেন, এ বছর থেকে পর্ষদ এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট (১৯৮৬)-র ১৫ নম্বর ধারা কঠোর ভাবে প্রয়োগ করবে নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর ক্ষেত্রে।