চুলের সমস্যা নিয়ে জেরবার কম বেশি প্রত্যেকেই। অল্প বয়সেই মাথার চুল উঠে যাচ্ছে। টাক পড়ছে। যা নিয়ে সকলেই চিন্তিত। বাড়িতে বাড়িতে চুল নিয়ে চুলোচুলি। হেয়ার ট্র্যান্সপ্ল্যান্টের দোকানে লম্বা লাইন। ঘরে ঘরে দেখতে পাওয়া এই সমস্যাই এবার বড়পর্দায়। শুধু হিন্দিই নয়, এমন বিষয় নিয়ে ছবি হচ্ছে বাংলাতেও।
কয়েকদিন আগেই বলিউডে মুক্তি পেয়েছে এই টাকের সমস্যার গল্পনির্ভর দুটি ছবির ট্রেলার। একদিকে আয়ুষ্মান খুরানার ‘বালা’ এবং সানি সিং অভিনীত ‘উজড়া চমন’। এবার বাংলা ছবিতেও আসছে ‘টেকো’। বিষয় সেই টাকের সমস্যা। ছবিতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। শনিবার মুক্তি পেল ছবির প্রথম পোস্টার। ছবি তৈরি করছেন পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়।
মনে হতেই পারে একই বিষয় নিয়েই তো হিন্দি দুটি ছবি তৈরি হচ্ছে । তবে কি ফের একবার বলিউডের নকল করছে বাংলা ছবি? কিন্তু গল্পটা অন্য, হিন্দিতে এই বিষয় নিয়ে ছবি তৈরি হলেও অভিমন্যুর ভাবনাটা অনেক আগের। প্রায় দু’বছর আগে শেষ হয়ে গিয়েছিল এই ছবির কাজ, কিন্তু নানা কারণে ছবিটি মুক্তি পায়নি।
পরিচালকের থেকে এই গল্পের একটু আভাস পাওয়া গেল। তিনি বলেছেন, ‘একদিন একটি চুলের তেলের বিজ্ঞাপন দেখে সেটি ব্যবহার করা শুরু করেন অলোকেশ। আর এতেই বিপত্তি। অলোকেশ বাবুর মাথার চুল ঝরতে শুরু করে। মনে মনে বেশ ভেঙে পড়েন অলোকেশ। তাঁর মাথার এই হাল দেখে বিয়ে করতে অস্বীকার করেন মীনা। সকলেই প্রায় অলোকেশকে নিয়ে হাসাহাসি করতে থাকেন।’
কীভাবে এই অদ্ভুত পরিস্থিতি থেকে মুক্তি পাবেন অলোকেশ অর্থাৎ গল্পের নায়ক? এই প্রশ্নের উত্তরে পরিচালক কিছু বলতে চাননি। তিনি বলছেন, ‘গল্প এই চুল পড়াকে কেন্দ্র করেই এগোবে। এর বেশি বলা ঠিক নয়। বাকি সিনেমা হলে এসেই দর্শক দেখবে।’