পরীক্ষা হলে প্রশ্নটা চেনা কিন্তু উত্তরটা ঠিক মাথায় আসছে না। বেশ কিছুক্ষন মাথা চুলকে উত্তর টা মনে না এলে পাশের খাতায় হামলা করেনি এমন পড়ুয়া খুব কম আছে। বা নেই বললেই চলে। কিন্তু পরীক্ষার হলে এমন বেয়াদপি সইবে কেন শিক্ষকরা? তাই নকল রুখতে শুধু কড়া নয়, অভিনব পদক্ষেপ নিল কর্ণাটকের একটি কলেজ। যা দেখে তাজ্জব গোটা দেশ।
জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে শুক্রবার কর্ণাটকের হাভেরির ভগত প্রি ইউনিভার্সিটি কলেজে। এবং অদ্ভুতুড়ে এমন পদক্ষেপের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে স্কুল কর্তৃপক্ষই।
সম্প্রতি একটি ছবি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, পরীক্ষা দিতে বসেছেন কলেজ ছাত্ররা কড়া দিদিমণি সর্বক্ষণ নজর রাখছেন তাদের উপর। অবশ্য কড়া নজরের আর কোনও দরকারই নেই কারণ প্রতিটি ছাত্রের মাথায় বসানো রয়েছে চৌকো কাগজের বাক্স। যার সামনের অংশটি মাত্র কাটা। অর্থাৎ পরীক্ষার খাতার বাইরে অন্য কোনও দিকে নজর দেওয়ার কোনও উপায় নেই। নজর ঘরানোর চেষ্টা হলেও তা আটকে যাবে কাগজের বোর্ডের বাধায়। বাক্স মাথায় পরিক্ষার্থীর এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় পর অনেকেই যেমন হাসিতে ফেটে পড়েছেন।