প্রো কবাডির ইতিহাসে প্রথমবার ফাইনালে উঠল বেঙ্গল ওয়ারিয়র্স। গত বুধবার আমেদাবাদে সেমিফাইনালে বাংলা ৩৭-৩৫ পয়েন্টে হারিয়েছে ইউ মুম্বাকে। বাংলার কবাডি টিমের সামনে শেষ হার্ডল হিসেবে এখন অপেক্ষা করছে দাবাং দিল্লি। তবে আজ ফাইনালের আগে আত্মবিশ্বাসী বাংলা শিবির ফাইনালে জিতে প্রথমবার প্রো কবাডির খেতাব জিততে মরিয়া কলকাতার টিম।
দারুণ শুরু করেও শেষ পর্যন্ত ফাইনালে উঠতে না পারার যে আক্ষেপে এতদিন ডুবে থাকত, সেখান থেকে বেরিয়ে এসেছে টিম। প্রথম বার ফাইনালে ওঠার স্বাদ শুধু নয়, ট্রফি নিয়ে বাংলায় আসতে চাইছে প্রো কবাডি লিগের বেঙ্গল ওয়ারিয়র্সের যোদ্ধারা।
ইউ মুম্বইয়ের মতো টিমকে উড়িয়ে দিয়ে ফাইনালে যাওয়ার পর বাংলার ক্যাপ্টেন মনিন্দর সিং বলেই দিচ্ছেন, ‘টিম হিসেবে আমরা প্রচুর পরিশ্রম করেছি। তারই ফল পেয়েছি। এটুকু বলতে পারি, ইউ মুম্বা অত্যন্ত কঠিন টিম। কিন্তু ওদের যাতে চাপে রাখতে পারি, সেই চেষ্টা শুরু থেকে করে গিয়েছি। ওদের হারিয়ে ফাইনালে ওঠাটার তৃপ্তিই আলাদা।’ কিন্তু মনিন্দর কে নিয়ে সংশয়। চোটের জন্য সেমিফাইনালে খেলতে পারেননি। শনিবার ফাইনাল। তাই মাঝে দু’দিন টাইম পাওয়া যাচ্ছে।
ফাইনালে দাবাং দিল্লীর বিরুদ্ধে নামবে বাংলার টিম। মনিন্দরদের মতোই দিল্লিও এর আগে কখনও ট্রফি জেতেনি। তারাও যে মরিয়া হয়ে ফাইনালে নামবে, তা ভালো মতোই জানেন বাংলার কবাডি প্লেয়াররা। ক্যাপ্টেন মনিন্দর বলেছেন, ‘আমরা কোনও ভাবেই ফাইনালের চাপ নিতে চাই না। খুব ভালো করে জানি, চাপ নিলেই শেষ। অন্যান্য ম্যাচের মতো ফাইনালেও আমরা একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে নামব। বিপক্ষ সম্পর্কে পরিষ্কার ধারণা আছে। শক্তি দুর্বলতা জানি। ওরাও তেমনই চেনে আমাদের। ভালো ম্যাচ হবে।’