গত বছর অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে গোলাপি বলে টেস্ট খেলতে রাজি হয়নি ভারতীয় ক্রিকেট টিম। দিন-রাতের ক্রিকেটের জন্য যথেষ্ট তৈরি নয় ভারত, এই অজুহাতে। কিন্তু সৌরভ নিজেই দিন-রাতের টেস্টের পক্ষে, তা অনেক বার পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন। সেই তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার পর আশাবাদী অজিরা। সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর এ বার দিন-রাতের টেস্টে সামিল হবে ভারত। মনে করছেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কর্তারা।
চলতি মরসুমে অস্ট্রেলিয়া দুটো গোলাপি বলের টেস্ট ম্যাচ খেলবে। পাকিস্তান ও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। আগামী বছর চারটে টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় টিম। সেখানে ভারতীয় টিম একটি দিন-রাতের টেস্ট ম্যাচ খেলতেও পারে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস পরিষ্কার করে দিয়েছেন, ‘অ্যাডিলেডে বছরে একটা গোলাপি বলের টেস্ট হবেই।’
ধারাভাষ্য দেওয়ার সময় দিন-রাতের টেস্টকে মুক্ত কন্ঠে সমর্থন জানিয়েছিলেন সৌরভ। বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর সৌরভ গোলাপি বলের টেস্ট ম্যাচের সপক্ষে বলেছিলেন, ‘আমার পক্ষে এখনই ব্যাপারটা নিয়ে মন্তব্য করাটা কঠিন। আগামী সপ্তাহে সরকারি ভাবে দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে সদস্যদের সঙ্গে আলোচনা করব।’
কিছু দিন আগে ইডেনে একটি ক্রিকেট আলোচনায় ডিন জোন্স সহ আরও কয়েক জন প্রাক্তন হাজির ছিলেন। সেখানে সৌরভ দিন-রাতের টেস্টের পক্ষেই মত দিয়েছিলেন। যা উল্লেখ করে ডিন জোন্স টুইট করে বলেছেন, ‘সৌরভ ভবিষ্যতের কথা ভাবে। ও কিছু দিন আগে ইডেনে পরীক্ষামূলক ভাবে গোলাপি বলে ঘরোয়া ক্রিকেট ম্যাচ আয়োজন করেছিল।’