শুক্রবার পুরুলিয়ার বাগমুন্ডি ব্লকের অযোধ্যা অঞ্চলের শিমুলবেড়া বুথের উসুলডুংরি গ্রামের মাঝডুংরি থেকে ৫৪টি পরিবার কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। কংগ্রেসে বড় সড় ভাঙন হল পুরুলিয়ায়। পরিবারগুলির সদস্যরা এদিন জানান, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যজুড়ে উন্নয়নের কাজে যোগ দিতেই তাঁরা তৃণমূলে এসেছেন।
এদিন ওই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ–সভাধিপতি প্রতিমা সোরেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নমিতা সিং মুড়া, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত মাহাতো, অঞ্চল সভাপতি শিবনাথ সোরেন–সহ অন্য নেতারা।
এদিন ওই যোগদান কর্মসূচিতে উসুলডুংরি গ্রামে আসন্ন বাঁদনা পরব এবং কালীপুজো উপলক্ষে গ্রামবাসীদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে।
এদিকে, পুরুলিয়ার এক নম্বর ব্লকের সোনাই জুড়ি গ্রাম পঞ্চায়েতের কোটলুই গ্রামে ‘দিদিকে বলো’ কর্মসূচিতে স্থানীয় মানুষের ব্যাপক উৎসাহ দেখা গেল। এদিন জেলা তৃণমূলের সহ–সভাপতি রথীন্দ্রনাথ মাহাতোর নেতৃত্বে ‘দিদিকে বলো’ কর্মসূচি নেওয়া হয়। উপস্থিত ছিলেন এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পদ্মাবতী মাহাতো–সহ স্থানীয় নেতৃবৃন্দ।