নিজের মেয়েকে খুনের দায়ে ২০১৫ সাল থেকে মুম্বইয়ের বাইকুলা জেলে আছেন আইএনএক্স মিডিয়ার প্রাক্তন মালিক ইন্দ্রাণী মুখার্জি। আইএনএক্স মিডিয়াকে বেআইনিভাবে বিদেশি বিনিয়োগ পাইয়ে দেওয়ার অভিযোগে বন্দী আছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। সেই মামলায় রাজসাক্ষী হয়েছেন ইন্দ্রাণী। আইএনএক্স মামলায় সিবিআই যে চার্জশিট দিয়েছে, তাতে আছে ইন্দ্রাণীর নাম। কিন্তু সিবিআই জানিয়েছে, তাঁর বিচার হবে না। তাঁকে ক্ষমা করা হয়েছে।
চিদম্বরম ও তাঁর ছেলে কার্তির বিরুদ্ধে আইএনএক্স মামলায় রাজসাক্ষী হতে চেয়ে ইন্দ্রাণী আদালতে আবেদন করেছিলেন। গত জুলাই মাসে দিল্লী কোর্ট তাঁর আবেদন গ্রহণ করে। সিবিআই জানিয়েছে, চিদম্বরমের বিরুদ্ধে মামলায় ইন্দ্রাণী গুরুত্বপূর্ণ সাক্ষী।
ইন্দ্রাণী ও তাঁর স্বামী পিটার মুখার্জি আইএনএক্স মিডিয়া তৈরি করেন। অভিযোগ, ২০০৮ সালে তিনি চিদম্বরম ও তাঁর ছেলে কার্তিকে ঘুষ দিয়েছিলেন। বিনিময়ে তৎকালীন অর্থমন্ত্রী চিদম্বরম তাঁকে বিদেশি বিনিয়োগ পাইয়ে দেন।
ইন্দ্রাণী সিবিআইকে জানিয়েছেন, তিনি চিদম্বরমকে ৫০ লক্ষ ডলার ঘুষ দিয়েছিলেন। সে অর্থ জমা হয়েছিল বিদেশের ব্যাঙ্কে। চিদম্বরম অবশ্য বলেছেন, তিনি কখনও ইন্দ্রাণীর সঙ্গে দেখা করেননি। রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে মামলা সাজানো হয়েছে। ২১ আগস্ট সিবিআই চিদম্বরমকে গ্রেফতার করে। ৫ সেপ্টেম্বর থেকে তিনি তিহাড় জেলে ছিলেন। বুধবার টাকা তছরুপের মামলায় এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট তাঁকে গ্রেফতার করে। তিনি এখন ওই সংস্থার হেপাজতে আছেন।