প্রায় ৩ দিন কেটে গেছে বিসিসিআইয়ের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। যা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত তাঁর ভক্তেরা। বাংলায় ফেরার পর তাঁকে সম্বর্ধনা জানিয়েছে সিএবিও। এবার প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে নিজেদের চেনা বিজ্ঞাপনী ভঙ্গিমায় কুর্নিশ জানাল দুধ ও দুগ্ধজাত দ্রব্য উত্পাদনকারী সংস্থা আমুল।
সৌরভ সম্পর্কে ‘নয়া নির্বাচিত প্রেসিডেন্ট’ উল্লেখ করে নিজেদের নতুন বিজ্ঞাপন টুইট করেছে আমুল। সাড়া জাগানো যে কোনও ঘটনা নিয়ে ক্রিয়েটিভ ও উইটি কার্টুন পোস্টার তৈরি করে বিজ্ঞাপনের আলাদা ব্র্যান্ড তৈরি করেছে আমুল। এবার তাদের কার্টুন পোস্টার থেকে বাদ গেল না সৌরভের ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়াও।
নয়া কার্টুন পোস্টারে চেয়ারে বসে সৌরভ, পাশে আইকনিক সেই আমুল-কন্যা। সঙ্গে ক্যাপশন ‘দাদা কিয়া তো নিভানা পড়েগা।’ ক্রিকেট দুনিয়ায় সৌরভ পরিচিত দাদা নামেই। সেটিই এই বিজ্ঞাপনে উল্লেখ করেছে আমুল। ইতিমধ্যেই ট্যুইটারে ১,৫০০-র বেশি লাইক পড়েছে এই বিজ্ঞাপনে। কমেন্টও করেছেন অনেকে।