সোমবার রাতে ইউক্রেনের বিরুদ্ধে ইউরো কাপের বাছাই পর্বে সিআর সেভেন পূর্ণ করলেন তাঁর কেরিয়ারের ৭০০তম গোল। কিন্তু পাঁচবারের ব্যালন ডি’ওর জয়ী তারকার মাইলস্টোন স্থাপনের ম্যাচে পরাজয়ের মুখ দেখল পর্তুগাল। গতবারের চ্যাম্পিয়ন রোনাল্ডোদের ২-১ গোলে হারিয়ে পরবর্তী ইউরো কাপের টিকিট নিশ্চিত করল ইউক্রেন। তাদের হয়ে দুটি গোল করেন রোমান ইয়ারেমচুক ও আন্দ্রি ইয়ারমোলেঙ্কো।
দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে পর্তুগালের হয়ে একটি গোল শোধ দেন রোনাল্ডো। কিন্তু ইউক্রেনের উৎসবের রাতে ফিকে হয়ে যায় তাঁর অসাধারণ কীর্তির আনন্দ। রোনাল্ডোদের হারানোর সুবাদে ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে গ্রুপ-বি’র শীর্ষ স্থানে উঠে আসা তারা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে।
দিনের অপর ম্যাচে বালগেরিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। তাদের হয়ে জোড়া গোল করেন রাহিম স্টার্লিং ও রস বার্কলে। এছাড়া একটি করে গোল করেন হ্যারি কেন ও মার্কাস র্যাশফোর্ড। গ্রুপে ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবলের শীর্ষে রয়েছে ইংল্যান্ড। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে চেক প্রজাতন্ত্র।