বাঙালি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নোবেল জয়ের পর উৎসবে মেতেছে গোটা দেশ। বিশেষ করে বাঙালিরা। কিন্তু এই আনন্দ পরিবেশের মধ্যেই ‘চোনা’ ছেটালেন মেঘালয়ের রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়।
নোবেল জয়ের পর অভিজিতের নাম ও পদবী নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন তথাগত রায়। তাঁর বক্তব্য, ‘ওনার মা মারাঠী, বাবা বাঙালি, প্রয়াত দীপক ব্যানার্জি। মহারাষ্ট্রে নামের মাঝখানে পিতৃনাম বসাবার প্রথা আছে। তাহলে ওঁর নামের মাঝখানে ‘বিনায়ক’ কেন, ‘দীপক’ হওয়া উচিৎ ছিল’!
এমনকী অভিজিতের সঠিক জন্মস্থান বাংলা নয় বলেই সন্দেহ প্রকাশ করেছেন বিজেপি নেতা তথাগত রায়। তাঁর কথায়, ‘অভিজিৎ ব্যানার্জির জন্মস্থান কোথাও বলছে কলকাতা, কোথাও মহারাষ্ট্রের ধুলে। কোনটা?’
ওয়াকিবহাল মহলের মতে, এক বাঙালির নোবেল জয়কে এভাবে প্রশ্ন কন্টকাকীর্ণ করা আসলে অভিজিতের বাঙালিয়ানাকেই প্রশ্নের মুখে ফেলার চেষ্টা। তাঁদের পাল্টা প্রশ্ন, নোবেল জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলায় বক্তব্য রেখেছিলেন অভিজিৎ। সেটা কি তথাগতবাবু শুনতে পাননি?
তথাগতর এমন টুইটের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। তাতে আরও চটেছেন এই বিজেপি নেতা। আরও একটি টুইটে কার্যত উষ্মা প্রকাশ করে সমালোচকদের ‘হাবা’ বলে অভিহিত করেন তিনি। তবে শুধু তথাগত রায় নয়। অভিজিতের নোবেল জয়ে খুশি হতে পারেননি কোনও বিজেপি নেতাই। গেরুয়া শীবিরের শীর্ষ নেতা অনন্ত কুমার হেগড়ে বলেছিলেন, নোটবন্দী, কর বৃদ্ধি নিয়ে কথা বললেই নোবেল দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী মোদীও টুইট করতে ৪ ঘণ্টা সময় লাগিয়েছিলেন। সেই পথে হেঁটেই এবার বাঙালি অভিজিতের নাম-পদবী নিয়ে খোঁচা দিলেন মেঘালয়ের রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়ও