লোকসভা ভোটের পর থেকেই বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় সন্ত্রাস স্থাপনের চেষ্টা করেছে বিজেপি। নির্বাচনের এত দিন বাদেও তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা। সোমবার দুপুরে ময়নার আন্ধারিয়া গ্রামের রাস্তায় বছর বাহান্নের তৃণমূল নেতার রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ৷ তার পায়ে ও মাথায় অজস্র অস্ত্রের আঘাত। এমনকি ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত বেশ কয়েকটি বড় হাতুড়ি ও লোহার রড উদ্ধার করেছে পুলিশ।
নিহত বসুদেবের স্ত্রী খুকুমনি মন্ডলের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে ঘটনার তদন্তে নামে পুলিশ৷ এবং ভোররাতে স্থানীয় দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ধৃত গোপাল দাস মন্ডল ও খোকন খুটিয়া জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছেন।
স্বামীর খুনে সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন নিহত বসুদেবের স্ত্রী খুকুমনি। তিনি বলেন, “দোষিদের ফাঁসি চাই আমি। ঘটনার সিআইডি তদন্ত করা হোক”। ময়নাতদন্তের পর গতকাল দুপুরে বসুদেবের মৃতদেহ নিয়ে বরুণা গ্রামে তার বাড়িতে পৌছান জেলা সভাধিপতি দেবব্রত দাস। এই খুনের নিন্দা করে তিনি বলেন, ” বিজেপির লোকেরাই এই খুন করেছেন। জনপ্রিয়তার জন্য খুন করা হয়েছে বসুদেববাবুকে”।