চাহিদা নেই। ফলে বন্ধ করতে হচ্ছে উৎপাদন। বিস্কুট থেকে গাড়ি- মন্দার কবলে দেশের গোটা শিল্প মহলই। জিডিপির নিরিখে বিশ্ববাজারে ক্রমশই আরও পিছিয়ে পড়েছে ভারত। প্রায় দিন শেয়ারের বাজারের সূচক নিম্নগামী। দেশে অর্থনীতির এ হেন বেহাল দশা নিয়ে আগেই মোদী সরকারকে কাঠগড়ায় তুলেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এই মন্দাকে ‘ম্যানমেড’ বা ‘মানব-নির্মিত’ বলে এর জন্য সরাসরি মোদী সরকারকেই দায়ী করেছিলেন তিনি। তবে দায় এড়িয়ে গেলেও অর্থনীতিতে যে মন্দা এসেছে, মঙ্গলবার সে কথা কবুল করে নিয়েছেন কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। আর গতকালই দেশীয় অর্থনীতি নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল কংগ্রেস।
অর্থনীতির করুণ দশার জন্য কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলে মনমোহনের সুরেই গোটা বিষয়টিকে ‘ম্যানমেড’ বিপর্যয় বলে মন্তব্য করেন কংগ্রেসের মুখপাত্র মণীশ তিওয়ারি। তিনি জানান, ভারতকে শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার প্রকল্প গ্রহণ করেছে কেন্দ্র। কিন্তু তা করতে গিয়ে দেশের অর্থনীতিকে দুর্বল করে ফেলা হচ্ছে। এই প্রসঙ্গে ক্যাফে কফি ডে’র প্রতিষ্ঠাতা ভি জি সিদ্ধার্থের আত্মহত্যা এবং পাঞ্জাব ও মহারাষ্ট্র কো-অপারেটিভ (পিএমসি) ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকা সঞ্জয় গুলাটির হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রসঙ্গও তুলে এনেছেন।
দেশের অর্থনীতির বেহাল দশা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু মোদী সরকারের মন্ত্রীরা সেকথা মানতে নারাজ। নানান চাপানউতোরের মধ্যেই দেশের অর্থনীতির বিপদ নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী তথা বিশিষ্ট অর্থনীতিবিদ পরকাল প্রভাকর। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক নিবন্ধে কেন্দ্রের বিভিন্ন নীতির কড়া সমালোচনা করার পাশাপাশি দেশের শ্লথ অর্থনীতি নিয়েও আশঙ্কাপ্রকাশ করেন তিনি। প্রভাকর লিখেছেন, ‘সরকার অস্বীকার করলেও সকলের সামনে নানা পরিসংখ্যান আসছে। একের পর এক ক্ষেত্র কীভাবে চরম প্রতিকূলতার মুখে পড়ছে, তা এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট।’
দেশীয় অর্থনীতির ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরতে পরকাল প্রভাকরের এই নিবন্ধের প্রসঙ্গ টেনে আনেন মণীশ তিওয়ারি। তিনি জানান, দেশীয় অর্থনীতির এই গোটা পরিস্থিতিটাই বিজেপি সরকার তৈরি করেছে। গত পাঁচ বছরে তারা যে সমস্ত নীতি গ্রহণ করেছে, তার জেরেই এই অবস্থা। এটা ‘ম্যানমেড’ বিপর্যয়। পিএমসি ব্যাঙ্ক বিপর্যয় এবং ভারতীয় স্টেট ব্যাঙ্কের প্রায় ৭৬ হাজার কোটি টাকার ঋণ মকুবের ঘটনার জেরে ব্যাঙ্কিং ব্যবস্থার উপর থেকে সাধারণ মানুষের আস্থা নড়ে গিয়েছে। এই ইস্যুতে মোদী সরকারের সমালোচনায় সরব হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও। সঞ্জয় গুলাটির মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি জানান, কেন্দ্রের নীতির জন্য দেশের অর্থনীতির যে বেহাল দশা, তা মানতে তৈরি নয় মোদী সরকার।
উল্লেখ্য, দেশীয় অর্থনীতির এই বেহাল দশা নিয়ে কেন্দ্রের ভূমিকার সমালোচনা করে চিঠি লিখেছিলেন সদ্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়-সহ অনেকে। গতকালের সাংবাদিক বৈঠকে সেই প্রসঙ্গও টেনে আনেন মণীশ তিওয়ারি। আইএনএক্স মামলায় কেন্দ্রীয় সরকার যেভাবে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে জেলবন্দী করে রেখেছে, তারও সমালোচনা করেন তিনি।