অমর্ত্য সেনের পর অর্থনীতিতে নোবেল জয় করে বাংলার মুকুটে আরেকটি পালক যুক্ত করেছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এবার সদ্য নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে বিশেষ সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এ নিয়ে সরকারি তরফে আলোচনাও হয়ে গেছে। নোবেলজয়ী কলকাতা ফিরলেই তাঁকে এই সংবর্ধনা দেওয়া হবে।
গতকাল শিক্ষামন্ত্রী জানিয়েছেন, “আমরা বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছি। নিঃসন্দেহে এটা বাংলার সংস্কৃতির ক্ষেত্রে গর্বের বিষয়”। অভিজিৎবাবুর গবেষণার বিষয় গরিব মানুষকে ঘিরে অর্থনীতি। গরিবের হাতে টাকা পৌঁছানো নিয়ে সওয়াল করেছেন তিনি।
নোবেলজয়ীর মতে, “গরিবকে স্বচ্ছল করতে হবে”। এই বলিষ্ঠ মতবাদকে সম্মান জানিয়ে আগেই তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ বাবু প্রেসিডেন্সির মেন্টর ছিলেন। গরিবদের হাত শক্ত করার দাবি নিয়ে আন্দোলন করেছেন মুখ্যমন্ত্রীও।
ফলে সব মিলিয়ে গরিবদের হাতে টাকা আসা নিয়ে গবেষণা এবং এর জেরেই অর্থনীতিতে বাঙালির নোবেলজয় বাংলার কাছে সম্মানের ও গর্বের।