মোদীর স্বপ্নের প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ সফল করতে হিমমিশ খাচ্ছে কেন্দ্র। এক বছর হয়ে গেল প্রকল্পটি শুরু হলেও এখনও সব রাজ্যে ঠিক মতো হেলথ কার্ড সরবরাহ করা হয়নি, বহু জায়গায় অনেকে বিষয়টি সম্পর্কে অবহিত নয় বলেও অভিযোগ উঠছে। খোদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষ বর্ধনের সামনে এই অভিযোগ করেছেন বিহার, উত্তরপ্রদেশের মতো বিজেপি-এনডিএ শাসিত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীরাই।
প্রকল্পে গতি বাড়াতে বেসরকারি হাসপাতালকে আরও বেশি করে আয়ুষ্মান ভারতের ‘প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’য় জুড়তে চাইছে স্বাস্থ্যমন্ত্রক। এখনও পর্যন্ত ১৮ হাজার ৩৬১ টি হাসপাতাল আয়ুষ্মান ভারত প্রকল্প নথিভুক্ত হয়েছে। এর মধ্যে কমবেশি ৫০ শতাংশ বেসরকারি হাসপাতাল। তবে হাসপাতালের সংখ্যা ২৪ হাজার করার টার্গেট নিয়েছে কেন্দ্র। তাই বেসরকারি হাসপাতালকে আরও বেশি করে প্রকল্পের অধীনে যুক্ত করতে চাইছে সরকার। যদিও আয়ুষ্মান ভারত প্রকল্পে জালিয়াতিও সরকারকে যথেষ্ট চিন্তায় রেখেছে।
আয়ুষ্মান ভারত প্রকল্পে দেশের ১০ কোটিরও কিছু বেশি গরিব পরিবারকে বছরে পাঁচ লক্ষ টাকার চিকিৎসা পরিষেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে মোদী সরকার। ওই পরিবারকে দেওয়া হবে একটি স্বাস্থ্য কার্ড। এবং এক একটি পরিবারের জন্য বরাদ্দ পাঁচ লক্ষ টাকার জন্য বিমার ব্যবস্থা হয়েছে। এই বিমার প্রিমিয়াম সুবিধাভোগীদের দিতে হবে না। বহন করবে কেন্দ্র এবং রাজ্য। কেন্দ্র দেবে ৬০ শতাংশ। রাজ্য ৪০ শতাংশ। যদিও রাজ্যকে ভার বহন করতে হলেও প্রকল্পটির প্রচারে স্রেফ কেন্দ্রের বলে জোর দেওয়াতেই আপত্তি তুলে আয়ুষ্মান ভারত থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে পশ্চিমবঙ্গ। খোদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষ বর্ধন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেও এখনও পর্যন্ত ফের আয়ুষ্মান ভারতে রাজ্যকে জুড়তে পারেননি।