পাঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্কের পর এবার সঙ্কটে মহারাষ্ট্রের শিবাজিরাও ভোসলে কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড। কাজকর্মে গরমিল ধরা পড়তেই পুনের এই সমবায় ব্যাঙ্কের বোর্ড অফ ডিরেক্টরস ভেঙে দিল মহারাষ্ট্র সমবায় দপ্তর। প্রশাসক হয়েছেন জেলার ডেপুটি রেজিস্ট্রার নারায়ণ আঘব। গোটা ঘটনায় মাথায় হাত লক্ষাধিক গ্রাহকের।
কয়েক দিন আগেই পিএমসি-র ৪, ৩৫০ কোটি টাকার কেলেঙ্কারি জানাজানি হয়েছিল। এবার আরেকটি সমবায় ব্যাঙ্কের কাজকর্মে গরমিল প্রকাশ্যে এল।
অভিযোগ, রাজনৈতিক নেতাদের নির্দেশে ভুয়ো গ্রাহকদের মধ্যে ঋণ হিসাবে ৩০০ কোটি টাকা বন্টন করেছে ব্যাঙ্ক। তার জেরেই দেখা দিয়েছে সঙ্কট। পুনেতে শিবাজিরাও ভোসলে কো-অপারেটিভ ব্যাঙ্কের সদর দপ্তর। এক লাখেরও বেশি মানুষের অ্যাকাউন্ট রয়েছে এই ব্যাঙ্কে। অথচ এখন চাইলেও তাঁরা টাকা তুলতে পারছেন না।
গত এপ্রিল মাসে রিজার্ভ ব্যাঙ্কের অনুসন্ধানে ব্যাঙ্কের কাজকর্মে গুরুতর গরমিল এবং অসামঞ্জস্য ধরা পড়েছে। তার পরেই ৯ অক্টোবর ব্যাঙ্কটির বোর্ড খারিজ করে দেওয়ার নির্দেশ জারি করেন সমবায় কমিশনার সতীশ সোনি।