গ্রামের উন্নয়নে খুব ভালো কাজ করায় রাজ্যের চারটি গ্রাম পঞ্চায়েত, দুটি পঞ্চায়েত সমিতি এবং বীরভূম জেলা পরিষদকে পুরস্কার দিতে চলেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। ওই মন্ত্রক থেকে রাজ্য পঞ্চায়েত দপ্তরকে চিঠি দিয়ে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কারের কথা জানানো হয়েছে। আগামী ২৩ অক্টোবর দিল্লীতে ওই পুরস্কার দেওয়া হবে।
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক অনুযায়ী যেসব গ্রাম পঞ্চায়েত দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার পাচ্ছে সেগুলি হল, ১) পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১নং ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত, ২) বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের বাঁকাদহ গ্রাম পঞ্চায়েত এবং ৩) বীরভূম জেলার ইলামবাজার ব্লকের ইলামবাজার গ্রাম পঞ্চায়েত। বর্ধমানের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত স্যানিটেশনের কাজের জন্য পুরস্কার পাচ্ছে। ইলামবাজার গ্রাম পঞ্চায়েত পুরস্কৃত হচ্ছে রাজস্ব আদায়ের পরিমাণ বৃদ্ধি করার জন্য। এছাড়াও শিশুদের জন্য সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য ‘চাইল্ড ফ্রেইন্ডলি গ্রাম পঞ্চায়েত অ্যাওয়ার্ড’ পাচ্ছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ১নং ব্লকের সরবেরিয়া আগরহাটি গ্রাম পঞ্চায়েত।
যে দুটি পঞ্চায়েত সমিতি পুরস্কৃত হতে চলেছে, সেগুলি হল, বাঁকুড়ার জয়পুর পঞ্চায়েত সমিতি এবং জলপাইগুড়ির রাজগঞ্জ পঞ্চায়েত সমিতি। ভালো কাজ করায় বীরভূম জেলা পরিষদকে পুরস্কৃত করবে কেন্দ্রীয় সরকার। স্থানীয় মানুষের মতামত নিয়ে উন্নয়ন পরিকল্পনা করায় পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ২নং ব্লকের সারবোঠ গ্রাম পঞ্চায়েতকে নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রামসভা পুরস্কার দেবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক।
রাজ্য পঞ্চায়েত দপ্তরের এক অফিসার বলেন, কেন্দ্রীয় সরকারের এই পুরস্কারই প্রমাণ করে যে, রাজ্যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। গ্রামীণ এলাকায় সামগ্রিক উন্নয়নের কাজ চলছে। যেসব প্রকল্পে কেন্দ্রীয় সরকার ৬০ শতাংশ করে টাকা দেয়, তা সঠিকভাবে খরচ করা হয়। সব দিক খতিয়ে দেখেই কেন্দ্রীয় সরকার এই পুরস্কার দেয়। পুরস্কার হিসেবে জেলা পরিষদ পাবে ৫০ লক্ষ টাকা। পঞ্চায়েত সমিতি পাবে ২৫ লক্ষ টাকা। আর গ্রাম পঞ্চায়েতগুলি পাবে ১৫ লক্ষ টাকা। এই টাকা উন্নয়নের কাজে লাগবে।