টালা ব্রিজের সন্তোষজনক অবস্থা। তাই মেরামতির জন্য টালা ব্রিজের ওপর দিয়ে ভারী যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে। যার জেরে পুজোর ঠিক মুখেই বিপাকে পড়েছিলেন নিত্যযাত্রীরা। কিন্তু নিত্যযাত্রীদের সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে বেশ কয়েকটি বাস সাময়িকভাবে বন্ধ হওয়ার খবর।
সূত্রের খবর, টালা ব্রিজ বন্ধের জেরে ঘুরপথে যেতে গিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বেশ কয়েকটি বাস সংস্থা। অন্তত ৯টি বাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩৪বি, ৩৪সি, ৭৮, ২০১, ২০২, ২১৪, ২২২, ৩২এ এবং এস-১৮৫ – এই কয়েকটি বাসরুট আপাতত বন্ধ থাকবে। এর মধ্যে বেশিরভাগই বারাকপুর, সোদপুর, কামারহাটি থেকে ধর্মতলাগামী। অর্থাৎ বিটি রোড হয়ে টালা ব্রিজ বা হেমন্ত সেতু ধরেই সোজা ধর্মতলায় পৌঁছনোই সাধারণ রুট এসব বাসের। এটি বন্ধ হয়ে গেলে, বেশ অনেকটা ঘুরপথেই গন্তব্যে পৌঁছতে হবে। ফলে তেলের খরচও বেড়েছে। কিন্তু যাত্রীভাড়া সেভাবে বাড়ানো যায়নি। তাই প্রতিদিন আয়-ব্যয়ের হিসেব মেলাতে গিয়ে হিমশিম দশা বাস মালিকরদের। বড়সড় আর্থিক ক্ষতির মুখে তাঁরা পড়ছেন বলে জানিয়েছেন। সমস্যা হচ্ছে বাস চালক, কন্ডাক্টরদেরও।
৩৪সি রুটের চালকরা জানাচ্ছেন, বাসগুলিকে উল্টোডাঙা, ভিআইপি রোড হয়ে ধর্মতলা পৌঁছতে অনেক বেশি দূরত্ব পেরোতে হচ্ছে। এতদিন নোয়াপাড়া থেকে ধর্মতলা যেতে গড়ে ১১ কিলোমিটার পাড়ি দিতে হত। এখন সেই দূরত্ব দাঁড়িয়েছে ২৪ থেকে ২৫ কিলোমিটারে। লোকসান অবশ্যম্ভাবী হয়ে যাচ্ছে। যে সেতুর উপর আগে নির্ভরশীল ছিল অন্তত ছ থেকে সাতশোটি বাস, এখন তার অনেকগুলিই বন্ধ হতে বসেছে। বাস মালিক ও চালকরা নিজেরাও বিকল্প রুটের প্রস্তাব দিয়েছেন প্রশাসনকে। কিন্তু ট্র্যাফিক পুলিশ এখনই তাতে সবুজ সংকেত দেয়নি। তাতে আরও চিন্তা বেড়েছে মালিকদের। আগামী কিছুদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী এই সমস্যা সমাধানের জন্য বৈঠকে বসতে চলেছে জানা গেছে নবান্নে সূত্রে।