দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে সুযোগ পায়নি বঙ্গ সন্তান। তবে দ্বিতীয় টেস্টেই উইকেটকিপার হিসেবে ঋষভ পন্থের পরিবর্তে ঋদ্ধিমান সাহাকে চূড়ান্ত একাদশে জায়গায় দেওয়াকে হয়। বরাবরের মতোই নিজের যোগ্যতা প্রমাণ করে নিন্দুকদের মুখ বন্ধ করেছেন বাংলার ক্রিকেটার। রবিবার পুনে টেস্টের চতুর্থ দিনে আবারও তিনি বুঝিয়ে দিলেন, কেন তাঁকে এই মুহূর্তে বিশ্বের সেরা উইকেটকিপার বলা হয়।
রবিবার দিনের শুরুতেই বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকাকে ফলো-অন করানোর পর দ্বিতীয় ইনিংস খেলতে নামে প্রোটিয়ারা। তবে শুরুতেই ভারতীয় পেসার উমেশ যাদব ও ইশান্ত শর্মা দুটি উইকেট তুলে নেওয়ায় জোরালো ধাক্কা খায় তারা। তবে এ দিনও উমেশের বলে ঋদ্ধির হাতে ধরা পড়েন ডি ব্রুইন। সেই অবিশ্বাস্য ক্যাচ মুহূর্তে বঙ্গসন্তানকে ইন্টারনেট সেনসেশন করে তুলেছে।
উমেশের ডেলিভারিতে ব্যাট-প্যাডে খোঁচা দেন ব্রুনেই। বাঁদিকে ডাইভ মেরে মাঝ-আকাশ থেকে ছোঁ মেরে বল তালুবন্দি করেন ঋদ্ধিমান। দুরন্ত ক্যাচের পর উচ্ছ্বসিত অধিনায়ক বিরাট কোহলি ঋদ্ধিমানের কপালে চুম্বন করেন। এরপরই বাংলার উইকেটকিপার-ব্যাটসম্যানের প্রশংসায় পঞ্চমুখ হয় নেটিজেন। এরফলে টেস্টে উইকেটের পেছনে নিজের জায়গা পাকা করে নিলেন বঙ্গ সন্তান।