অর্থনীতিতে নোবেল জিতে দেশের মুখ উজ্জ্বল করার জন্য অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দারিদ্র্য দূরীকরণে তাঁর গবেষণার জন্যই বিশ্বের সর্বোচ্চ সম্মান পেলেন কলকাতার সাউথ পয়েন্ট স্কুল ও প্রেসিডেন্সি কলেজের এই প্রাক্তনী। অভিজিতের সঙ্গেই অর্থনীতিতে নোবেল পেয়েছেন তাঁর স্ত্রী এস্থার ডাফলো এবং মিকেল ক্রেমার।
সোমবার দুপুরে এই খবর প্রকাশের পরেই টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘অর্থনীতিতে নোবেল জয়ের জন্য অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে হার্দিক অভিনন্দন। আরেক বাঙালি দেশকে গর্বিত করলেন। আমরা উচ্ছ্বসিত’। আদ্যন্ত বাঙালি অভিজিৎ যে সাউথ পয়েন্ট স্কুল ও প্রেসিডেন্সি কলেজ থেকে পড়াশোনা করেছেন, সে কথাও তাঁর ট্যুইটে উল্লেখ করেন মমতা।
বিশ্ব দারিদ্র দূরীকরণে কী কী পরীক্ষামূলক পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেই গবেষণার স্বীকৃতি হিসেবেই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নোবেল জয় বলে জানা যাচ্ছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মেন্টর গ্রুপেরও সদস্য ছিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় বাঙালি হিসেবে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের অর্থনীতিতে নোবেল জয়ের খবরে নিজের উচ্ছ্বাস চেপে রাখেননি রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। তিনি বলেন, ‘আমরা গর্বিত। উনি ফিরলে আমরা ওনাকে সংবর্ধনা দেব’।