দুমাস আগে উপত্যকায় নিষিদ্ধ হয়েছিল ৩৭০ ধারা। তারপর ধীরে ধীরে শিথিল হতে থাকে ভূস্বর্গ জারি হওয়া নিষেধাজ্ঞা। তবে সেই পরিস্থিতিতেই আরও একবার উত্তপ্ত হয়ে উঠল জম্মু-কাশ্মীরে। শ্রীনগরের লালচকের কাছে গ্রেনেড হামলা চালাল জঙ্গিরা। এখনও পর্যন্ত ঘটনায় ৭ জনের আহত হওয়ার খবর মিলেছে। গ্রেনেড হামলার পর হরি সিং হাইস্ট্রিটে নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। হামলাকারীদের খোঁজ চালাচ্ছে নিরাপত্তাবাহিনী।
প্রসঙ্গত, চলতি মাসেই অনন্তনাগে ডেপুটি পুলিশ কমিশনারের অফিসের সামনেও গ্রেনেড হামলা করা হয়েছিল। তবে হামলায় হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে, কেন্দ্র যতই ‘কাশ্মীরে সব স্বাভাবিক’ বলুক, যত দিন যাচ্ছে ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে উপত্যকা। তবে ৩৭০ ধারা বাতিলের পর থেকে বিভিন্ন ঘটনায় প্রশ্ন উঠছেই। সংবাদমাধ্যমে প্রকাশিত কেন্দ্রীয় সরকারের এক নোট অনুযায়ী, ৩৭০ ধারা বিলোপের পর থেকে উপত্যকায় ৮৯ জন জন আধা-সামরিক বাহিনীর জওয়ান-সহ শতাধিক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। ঘটেছে তিনশোর বেশি পাথর ছোঁড়ার ঘটনা।