‘যাদবপুর যারা মন্ত্রীর গায়ে হাত দিয়েছিল, তাদের ছেড়ে দেব না। অনেক শহীদবেদী তৈরি করে দেব। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুলকে ঘিরে ছাত্রছাত্রীদের বিক্ষোভের ঘটনায় ফের একবার বেলাগাম হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বর্ধমানের বাসিন্দা দেবাঞ্জন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বাবুলের চুল ধরে টানার অভিযোগ উঠেছিল। এরপরই বর্ধমানের আলিশা বাসস্ট্যান্ডে বিজেপি সমর্থকদের হাতে আক্রান্ত হন দেবাঞ্জন ও তাঁর বান্ধবী। দেবাঞ্জনকে পেটানোর ঘটনাতেও বিজেপি সমর্থকদের পাশে দাঁড়ালেন বিজেপির রাজ্য সভাপতি। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘বর্ধমানের যে ছেলেটি মন্ত্রীকে মেরেছিল, তাকে বাস থেকে নামিয়ে মেরেছি। যাঁরা মেরেছেন তাদের স্যালুট করি।’
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-র নবীনবরণ অনুষ্ঠানে হাজির হতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয়মন্ত্রীকে ছাত্রছাত্রীরা হেনস্থা করেছে বলে অভিযোগ ওঠে। তখন দিলীপ ঘোষ বলেছিলেন, পাকিস্তানের মতো যাদবপুরেও সার্জিকাল স্ট্রাইক হবে। ওটাই দেশদ্রোহীদের আখড়া হয়ে গিয়েছে। এমনকি যাদবপুরের ছাত্রীদের দিলীপ বিতর্কিত মন্তব্য করেছিলেন, ‘বাবুলের চরিত্র আমরা জানি। কিন্তু ওঁরা কোনও ব্যবসার সঙ্গে যুক্ত কিনা জানতে চাইছি’। ওই মন্তব্যের পরেই সমালোচনার ঝড় ওঠে। এবার ফের নতুন করে বিতর্ক তৈরি করলেন দিলীপ ঘোষ।