অবশেষে জিএসটি-তে কিছু ত্রুটি আছে বলে স্বীকার করে নিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। কর বিশেষজ্ঞদের কাছ থেকে তিনি এব্যাপারে পরামর্শও চেয়েছেন৷ পুনেতে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, ‘জিএসটিতে কিছু ত্রুটি থাকতে পারে৷ তবে এটা আইন৷ কাজে একে অমান্য করা যায় না’৷
দু’বছর হল জিএসটি অর্থাৎ পণ্য ও পরিষেবা কর চালু হয়েছে৷ শিল্পমহল থেকে এর জটিলতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে৷ এদিন ব্যবসায়ী গোষ্ঠী, উদ্যোগপতি ও চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের সভায় সীতারামণ আরও বলেন, ‘কর কাঠামোয় যদি কোনও সমস্যা থেকে থাকে, তাহলে তাঁরা যেন তা সংশোধনের পরামর্শ দেন’৷
নির্মলা সীতারামণের কথায়, ‘পণ্য ও পরিষেবা কর সরল হলে সবাই খুশি হবেন’৷ ব্যবসায়ীদের তিনি মনে করিয়ে দেন, ‘২ বছর হল এটা চালু হয়েছে৷ একদিন এর সুফল ব্যবসায়ীরা পাবেন’৷ এর জন্য তিনি সকলকে পাশে চেয়েছেন৷ একইসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা জিএসটিকে অগ্রাহ্য করতে পারি না৷ এটা সংসদ ও বিভিন্ন রাজ্যে বিধানসভায় পাশ হয়ে আইনে পরিণত হয়েছে৷ এটা সমস্যা তৈরি করতে পারে৷ তবে আমরা তা অগ্রাহ্য করতে পারি না৷ কারণ আইন উপেক্ষা করা যায় না’৷ কী করে আরও ভালো ফ্রেম ওয়ার্ক তৈরি করা যায়, তার পরামর্শ চেয়েছন তিনি৷
২০১৭ সালে প্রথম মোদী সরকার জিএসটি চালু করে৷ এরপর নানা মহল থেকে এই নিয়ে ঝড় ওঠে৷ রাহুল গান্ধীকে বারবার বলতে শোনা যায়, এটা গব্বর সিং ট্যাক্স৷ স্বাধীনতার পর সবথেকে বড় অর্থনৈতিক সংস্কার নাকি জিএসটি, ইতিমধ্যেই মোদী সরকার বারবার লোকসভা ভোটের আগে সেই নিয়ে প্রচার জোরালো করেছে৷ তবে ‘এক দেশ এক কর’ ব্যবস্থার বিরোধিতা না করলেও, যেভাবে তা চালু করা হয়েছে, সেই পদ্ধতির বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পদ্ধতিগত ত্রুটির কথা বারবার বলেছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রও৷ এবার সেই কর ব্যবস্থায় ত্রুটি থাকতে পারে বলে স্বীকার করে নিলেন নির্মলা৷