ছিনতাইবাজদের কবলে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাইঝি। দিল্লীতে ছিনতাই নতুন কোনও ঘটনা নয়। এবার মোদীর ভাইঝি দময়ন্তী বেন মোদী সঙ্গে ঘটল সেই একই ঘটনা। ছিনতাই করা হল তাঁর ব্যাগ যাতে ছিল ৫৬ হাজার টাকা এবং জোড়া মোবাইল। ঘটনাটি ঘটেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের বাড়ির অদূরেই।
আজ সকালে অমৃতসর থেকে নয়াদিল্লি এসেছিলেন দময়ন্তী। রাজধানীর সিভিল লাইন এলাকার গুজরাতি সমাজ ভবনে তিনি একটি ঘর আগে থেকেই বুক করেছিলেন। সেই হোটেলে ঢোকার সময় তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে ছিনতাইবাজরা। পুলিশকে তিনি জানিয়েছেন, বাইকে চড়ে এসেছিল দুই দুষ্কৃতী। মুখ কাপড়ে ঢাকা ছিল। আচমকাই তারা টান দেয় দময়ন্তীর হাতে রাখা দু’টি মোবাইল এবং টাকার ব্যাগে। কিছু বুঝে ওঠার আগেই ব্যাগ আর মোবাইল নিয়ে চম্পট দেয় তারা। ব্যাগে ৫৬ হাজার টাকা এবং বহু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল বলে দময়ন্তী। পুলিশ অবিলম্বে দোষীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন।