স্বাস্থ্য ভালো নেই টালা ব্রিজের। তাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ টালা ব্রিজে যান চলাচল। চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। ভাঙা হবে টালা ব্রিজ নাকি তা শুধুমাত্র সংস্কার হবে, তা নিয়ে এখনও জারি অনিশ্চয়তা। তাই সাধারণ মানুষের কথা ভেবেই অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী ১৪ অক্টোবর থেকে অতিরিক্ত মেট্রো চলবে। নোয়াপাড়া থেকে কবি সুভাষের দিকে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তাহের পাঁচদিন অর্থাৎ সোম থেকে শুক্র পর্যন্ত ২৮৪টি মেট্রো চলে। তবে নয়া সিদ্ধান্ত অনুযায়ী এখন ২৮৮ টি মেট্রো চালানো হবে।
নোয়াপাড়া ও দমদমের মধ্যে মেট্রো চলবে ১১১টি ট্রেন। শনিবার নোয়াপাড়া থেকে কবি সুভাষের দিকে ২৩৬টি ট্রেন চালানো হবে। নোয়াপাড়া ও দমদমের মধ্যে ৯৯টি ট্রেন চালানো হবে। সপ্তাহান্তে রবিবারের পরিষেবায় কোনও পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এছাড়াও ব্রিজ বন্ধ থাকার ফলে লোকসানের জেরে ৩৪ সি রুটের বাসও আপাতত চলবে না। নোয়াপাড়া-ধর্মতলা যেত এই বাসটি। ওই রুটে চলা ২০টি বাস বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তি যে আরও বাড়বে তা বোঝাই যাচ্ছে। টালা ব্রিজে যাতায়াতকারীদের ভোগান্তি কমাতে ইতিমধ্যেই বিবাদী বাগ এবং বারাকপুর স্টেশনের মধ্যে ৩ জোড়া বিশেষ ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।