আগেরদিনই বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করেছিলেন মেরি কম। তবে শেষ পর্যন্ত ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। লড়াই দিয়েছিলেন চ্যাম্পিয়নদের মতোই। কিন্তু শেষ পর্যন্ত টার্কির প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হলেন মেরি কম। ৪-১ ভারতীয় বক্সারকে পরাজিত করেছেন টার্কির বুসেনাজ ক্যাকিরগ্লুর।
প্রসঙ্গত, ৫১ কেজি বিভাগে এই প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে নেমেছিলেন তিনি। এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ছ’বার সোনা জিতেছিলেন মেরি কম। তবে প্রতিবারই ৪৮ কেজি বিভাগে। বৃহস্পতিবার কলোম্বিয়ার ভ্যালেন্সিয়া ভিক্টোরিয়াকে ৫-০ হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন মেরি কম। শনিবার তিনি মুখোমুখি হন বর্তমানে ইউরোপ সেনা ও ইউরোপিয়ান গেমসে সোনাজয়ী ক্যাকিরগ্লুর বিরুদ্ধে। তবে ৫১ কেজি বিভাগে মেরির লড়াই থেমে যায়।
ভারতীয় বক্সিং ফেডারেশন যদিও ম্যাচের ফলাফলের বিরুদ্ধে আবেদন জানাবে বলে জানিয়েছে। মেরি নিজেও টুইট পোস্টের মাধ্যমে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। নিজের টুইটার অ্যাকাউন্টে মেরি কম গোটা ম্যাচের ফুটে তুলে ধরেন। নিচে লেখেন, কীভাবে এবং কেন! সারা বিশ্ব জানুক সিদ্ধান্তটা কতটা ঠিক বা ভুল ছিল!