এনআরসির জেরে আসামে এক ধাক্কায় ঘর ছাড়া হয়েছেন ১৯ লক্ষ মানুষ। এবার বাংলাতেও এনআরসি করার হুঙ্কার ছেড়েছে বিজেপি। তবে প্রথম থেকেই বাংলায় এনআরসির তীব্র বিরোধিতা করেছে তৃণমূল। তাই নিশ্চিন্তে আছে বাংলা। এনআরসি আতঙ্ক থেকে দূরে থাকতে মমতার ওপরেই ভরসা রাখছেন লোধা-শবররা।
লোধা–শবর কল্যাণ সমিতির ঝাড়গ্রাম জেলা সাধারণ সম্পাদক বলাই নায়েক বলেন, ‘বীরহোড়, টোটো আর লোধা–শবর উপজাতির লোকেরা এ রাজ্যের আদিম উপজাতি। অনেকের নথি আছে, অনেকের নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা দিয়েছেন। পাশে আছেন। কেন্দ্র সরকার শুনছে না। বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কেন্দ্রের ওপর বিশ্বাস, ভরসা নেই। আমরা আমাদের মুখ্যমন্ত্রীর ভরসায় আছি। আমাদের সমস্যার কথা রাজ্য সরকার শোনে। তাই ভরসা বেশি। আমরাও এই ধরনের বিভ্রান্তির বিরুদ্ধে সাংগঠনিক ভাবে আন্দোলনে নামব।’
নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ঝাড়গ্রাম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক উজ্জ্বল দত্ত বলেন, ‘লোধা–শবররা দেশের আদিম উপজাতি। এঁদের সুন্দর ভাবে, সুস্থ ভাবে রাখার জন্য সরকার থেকে কত রকমের পরিকল্পনা নিয়েছে। আর এঁদের নাগরিকত্ব কেড়ে নেওয়া কী সহজ হবে? তবে কেন্দ্রের বিজেপি সরকার যে ধরনের পরিকল্পনা করেছে, তাতে আতঙ্কিত হওয়ার কথা। আমাদের সরকার এঁদের পাশে আছে।’