উপলক্ষ মোনালিসার শ্রষ্টা লিওনার্দো দ্য ভিঞ্চির ৫০০তম মৃত্যুবার্ষিকী। আর তাঁকে সম্মান জানাতে ইতালির ফ্লোরেন্স শহরে আয়োজিত হয়েছে বিশ্ববিখ্যাত চিত্র প্রদর্শনী। সেখানেই ডাক পেলেন এক বঙ্গসন্তান সহেলী পাল। বাংলার মুকুটে যুক্ত হবে আরেকটি পালক।
আগামী ১৮ই অক্টোবর শুক্রবার থেকে ২৭শে অক্টোবর পর্যন্ত ফ্লোরেন্সের ঐতিহাসিক স্থান ফোর্টেজা দ্য বাসসোতে অনুষ্ঠিত হতে চলেছে এই চিত্র প্রদর্শনী, এটি বিশ্বের অন্যতম কনটেম্পোরারি আর্ট গ্যালারি। যেখানে বিশ্বের তাবড় শিল্পীদের পাশাপাশি একই মঞ্চে জায়গা করে নেবে বাংলার মেয়ে সহেলী। নিজের হাতে আঁকা ছবি “ড্রামা কুইনকে” নিয়ে। সোমবারই ভিঞ্চির শহরে পাড়ি দিচ্ছে শহর কলকাতার মেয়ে সহেলী পাল। সেখানেই আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হবে তাঁর সৃষ্টি “ড্রামা কুইন”।
চলতি বছর লিওনার্দো দ্য ভিঞ্চির ৫০০তম মৃত্যু বার্ষিকী। তাঁকে সম্মান জানাতেই ফ্লোরেন্স শহরে আয়োজন করা হয়েছে এই বিশেষ চিত্র প্রদর্শনীর। যেখানে অংশ নেবেন গোটা বিশ্বের নামজাদা চিত্রশিল্পীরা। এমনই এক মঞ্চে একমাত্র বাঙালি শিল্পী হিসেবে নিজের অবদান রাখতে চলেছেন কলকাতার সহেলী।
কলকাতার কেষ্টপুরের বাসিন্দা সহেলী পাল। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও ধ্যান জ্ঞান ছিল আঁকা। ছেলেবেলা থেকেই নিজের অনুপ্রেরণা হিসেবে লিওনার্দো দ্য ভিঞ্চিকে প্রথম সারিতে রেখেছে সহেলী। এবার তাঁর মৃত্যুবার্ষিকীতে তাঁরই শহরে পৌঁছে নিজের শিল্পকলার মাধ্যমে ভিঞ্চিকে সম্মান জানানোর আমন্ত্রণ পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত সহেলী৷
সহেলীর আঁকা ছবিটির নাম “ড্রামা কুইন”। শিল্পী জানান, পারসোনা সিরিজের ওপর আঁকা এটিই তাঁর প্রথম ছবি। প্রসঙ্গত, পারসোনা একটি রাশিয়ান শব্দ। বাংলায় যার আক্ষরিক অর্থ ‘ব্যক্তিত্ব’। এই সিরিজের উপরেই সহেলীর প্রথম সৃষ্টি ‘ড্রামা কুইন’, আর এই প্রথম সৃষ্টির হাত ধরেই বিদেশ পাড়ি দিতে চলেছে তিলোত্তমার এই তরুণী চিত্রশিল্পী।