পুজোমণ্ডপে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের ছেলে আরিয়ান দেবের একটি ছবিকে ঘিরে ত্রিপুরায় বিতর্কের ঝড়। এই অস্ত্র কী ভাবে আরিয়ানের হাতে এল তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো দু’টি ছবিতে দেখা যাচ্ছে, দুর্গা প্রতিমার সামনে কার্বাইন ও লাইট মেশিনগান নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আরিয়ান। সাংবাদিক বৈঠক করে ত্রিপুরা কংগ্রেসের নেতা সুবল ভৌমিক প্রশ্ন তোলেন, ‘এই অস্ত্র কী ভাবে ছেলেটির হাতে এল? মুখ্যমন্ত্রীর ছেলে কি অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত?’ সুবলবাবু দাবি করেন, বিজেপি ক্ষমতার অপব্যবহার করছে।
উল্লেখ্য, নাম প্রকাশে অনিচ্ছুক ত্রিপুরারই একজন জানিয়েছেন, ত্রিপুরা স্টেট রাইফেলসের একে–৫০ রাইফেল হাতে নিয়ে পুজোর সময় ছবিটি তুলেছে আরিয়ান।
বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, ‘এই ছবি কবে তোলা তা দলের কারও জানা নেই। অস্ত্রের কথাও আমরা জানি না। তবে ওই পরিবারের কেউ অবৈধ কাজ করবেন না বলেই আমাদের বিশ্বাস’।