আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরেই শুরু হতে চলেছে রেডরোডে পুজো কার্নিভাল। পুজোর ক্লাইম্যাক্সের জন্য একেবারে তৈরি কলকাতা। রেডরোডে শেষ মুহূর্তের প্রস্তুতিও তুঙ্গে। আঁটোসাঁটো নিরাপত্তার চাদরে মোড়া হচ্ছে গোটা রেডরোডকে। সূত্রের খবর, কার্নিভাল উপলক্ষে মোতায়েন করা হবে ৩০০০ পুলিস কর্মী। রেড রোড, ডাফরিন রোড, ফোর্ট উইলিয়াম সংলগ্ন রাস্তা পিটিএস ক্রসিং পর্যন্ত সর্বত্রই বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এই আনন্দ যজ্ঞের মূল পৃষ্ঠপোষক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সামনেই আজ, শুক্রবার রেড রোডে বিশেষ শোভাযাত্রায় অংশ নেবে অন্তত ৭৫টি পুজো কমিটি।
বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বণ। শারোত্সব শেষ। তাতে কী? কার্নিভাল এখনও বাকি। দুর্গা প্রতিমায় থিমের বাহার প্রতিবারই নজর কাড়ে। এবার সেই ছোঁয়া কার্নিভালেও। রাঙা মাটির দেশ থিমের সঙ্গে সামজ্ঞস্য রেখে তৈরি করা হয়েছে দুটি পেল্লাই মঞ্চ। প্লাস্টার অব প্যারিস ও ফাইবারের সূক্ষ কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছে পোড়া মাটির এফেক্ট। ঘড়ির কাঁটায় ঠিক সাড়ে চারটেয় শুরু হবে কার্নিভাল।
শুধুমাত্র বড়, নামী, প্রচারের আলোয় থাকা পুজো কমিটিগুলিই নয়, এই লড়াইয়ে স্থান পেয়েছে কলকাতা ও শহরতলির প্রত্যন্ত এলাকার প্রচারের আলো থেকে দূরে থাকা ছোট পুজোও। বাঙালির এই উৎসবে মুছে গেছে ছোট-বড়র অদৃশ্য ভেদাভেদও। পুজোর কার্নিভ্যালে চমক দিতে প্রায় সব কমিটিই ‘থিম’ গোপন রাখছে। শেষবেলার প্রতিযোগিতা হিসাবে আজ, শুক্রবার রেড রোডের কার্নিভ্যালকেই মেগা মঞ্চ হিসাবে ধরছে তারা। তবে বেশিরভাগ উদ্যোক্তা পুজোর থিমকেই কার্নিভ্যালের থিমের সঙ্গে মিশিয়ে দেবেন। মুখ্যমন্ত্রী নিজে মূল মঞ্চে থাকবেন। এদিনও তিনি গোটা ব্যবস্থাপনার তদারকি করেছেন।
আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যপাল জগদীপ ধনকড়কেও। তেমনই পাশের বিশেষ মঞ্চে থাকবেন বিদেশি রাষ্ট্রদূত-সহ প্রতিনিধিরা। তবে এই কার্নিভ্যালে ‘পাস’ পাওয়ার ব্যাপারেও সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। অনেকেই পুজো উদে্যাক্তা বা মন্ত্রী-বিধায়কদের ধরছেন, যদি একটা পাস পাওয়া যায়। যদিও কোনও আমন্ত্রণপত্র ছাড়াও এই শোভাযাত্রা দেখা যাবে। মুখ্যমন্ত্রীর ফেসবুক প্রোফাইল থেকে তো বটেই, আরও নানা চ্যানেল, ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হবে রাজ্য সরকারের উদ্যোগে চতুর্থ কার্নিভ্যাল। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ সরাসরি সম্প্রচারের মাধ্যমে প্রত্যক্ষ করতে পারবেন বাঙালির শ্রেষ্ঠ উৎসবের বিসর্জন শোভাযাত্রা।
গত কয়েক বছর ধরে এই কার্নিভ্যাল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। একসঙ্গে সেরা পুজোগুলো অনুভব করা যাচ্ছে। এবারেও দক্ষিণের শহরতলির পুজো বা উত্তরের বরানগরের পুজো, মেটিয়াবুরুজ, হাওড়া শিবপুরের পুজোও অংশ নেবে। শোভাযাত্রায় অংশগ্রহণেও সেরার পুরস্কার দিচ্ছে রাজ্য। দেশ-বিদেশের অতিথিরা হাজির থাকেন কার্নিভালের মঞ্চে। সাধারণ দর্শক থেকে শুরু করে বিশেষ অতিথিদের বসার জন্যে মঞ্চ তৈরি করা হয়েছে। সবমিলিয়ে প্রায় ১৫ হাজারের বেশি মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে। অতিথি হিসাবে থাকবেন প্রায় চার হাজার মানুষ। রাত বারোটা থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে রেড রোড।
জানা গেছে, শোভাযাত্রার একেবারে শুরুতেই পারফর্ম করবেন কলকাতা পুলিশের টর্নেডো টিম। তারপরে একে একে ৭৫ টি প্রতিমা নানারকম অনুষ্ঠানের মাধ্যমে এগিয়ে আসবে। প্রতিটি পুজো ৩টি করে ট্যাবলো প্রদর্শন করতে পারবে। পারফরম্যান্সের জন্যে বরাদ্দ ৩ মিনিট। এই কার্নিভাল উপলক্ষ্যে আজ রেড রোড- সহ বেশ কয়েকটি রাস্তা বন্ধ রাখা হবে।