এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পাটুলি থানার দক্ষিণ রায়পুরে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শোভা চট্টোপাধ্যায় (৬৮)। অভিযোগ, প্রায়ই বৃদ্ধাকে মারধর করতেন তাঁর ছেলে দেবল চট্টোপাধ্যায়। যদিও প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মৃতের দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। দক্ষিণ রায়পুরেরই একটি বহুতলে ছেলের সঙ্গে থাকতেন ওই বৃদ্ধা।
স্থানীয় সূত্রে খবর, শোভা দেবী এবং ছেলে দেবল চট্টোপাধ্যায় থাকতেন ওই ফ্ল্যাটে। দেবল কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মী। অভিযোগ প্রায়ই মা-কে মারধর করত ছেলে দেবল। ঘটনায় বেশ কয়েকবার পুলিশও আসে তাঁদের বাড়িতে। স্থানীয়দের সন্দেহ, দেবলও খুন করেছে তাঁর মাকে।
পুলিশ সূত্রের খবর, এ দিন দুপুর আড়াইটে নাগাদ পাটুলি থানায় বৃদ্ধার এক আত্মীয় ফোন করেন। তিনি পুলিশকে শোভাদেবীর মৃত্যুর খবরটা জানান। সেই খবর পেয়েই পুলিশ বহুতল থেকে বৃদ্ধাকে উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে পাঠায়। কিন্তু চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বৃদ্ধার আত্মীয়ের অভিযোগ, শোভাদেবীর ছেলে তাঁকে প্রায়ই মারধর করতেন। একই অভিযোগ জানিয়েছেন প্রতিবেশীরাও। যদিও পুলিশের কাছে বৃদ্ধার ছেলে দাবি করেছেন, তাঁর মা বহুদিন ধরেই অসুস্থ।