আজ দুপুরে দেড়টা নাগাদ চেন্নাইয়ে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এরপর বিকেল চারটে নাগাদ চেন্নাইয়ের রাস্তায় নিজের গাড়ি হঙ্কি এল ৫ এ চড়ে সমুদ্র সৈকত বরাবর ঘণ্টাখানেক ভ্রমণ করবেন। হাই-প্রোফাইল এই সফরের জন্যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মামাল্লাপুরমকে। এদিন শি জিনপিং-কে স্বাগত জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ইকে পালানিস্বামী, রাজ্যপাল পি ধনপাল। এই নিয়ে দ্বিতীয়বার ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত্ করতে এলেন চীনের রাষ্ট্রপ্রধান।
নিরাপত্তা, দ্বিপাক্ষিক চুক্তি, দুই হাই প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে বেশ কিছু তথ্য এরমধ্যেই সাধারণ মানুষের সামনে এসেছে। কিন্তু জানেন কি, জিনপিং-এর আতিথেয়তায় কী খাবার পরিবেশন করা হবে এদিনের বিশেষ ডিনারে?
জানা গেছে, ভারতীয় নানা পদের মধ্যে বিশেষ প্রাধান্য পেয়েছে দক্ষিণ ভারতীয় নানা আঞ্চলিক কুইজিন। থাকছে চেট্টিনাড় থেকে করাইকুদির নানা সিগনেচার পদ। নানা স্বাদের খাবারের মধ্যে জায়গা করে নিয়েছে থাক্কালি রসম, আরাচাবিত্তা সম্বর, কদলাই কুরুমা এবং কাভানারাসি হালুয়া।