বিজয় হাজারে ট্রফির শুরুটা ভালো হয়নি বাংলার। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে দুর্দান্ত জয় এসেছিল। কিন্তু তৃতীয় ম্যাচেই তামিলনাড়ুর বিরুদ্ধে হেরে চাপে ছিল বাংলা। সেই পরিস্থিতিতেই রাজস্থানের বিরুদ্ধে নেমেছিল মনোজ তিওয়ারিরা। সেই ম্যাচেই জয় পেল বাংলা। দীপক চাহার, রাহুল চাহার, খলিল আহমেদের বোলিং আক্রমণের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি বাংলার অভিষেক রামনের। ১০৮ বলে অপরাজিত ১২২ রান করে মরসুমের তৃতীয় জয় উপহার দিলেন বাংলাকে।
বৃহস্পতিবার জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন। জয়পুরের এই উইকেট পরের দিকে ব্যাটিং সহায়ক হয়ে গেলেও সকালে পেসারদের সাহায্য করে। যার সুবিধা অশোক ডিন্ডা কিছুটা তুলতে পারলেও ব্যর্থ ঈশান পোড়েল। কিন্তু অর্ণব নন্দী ও শাহবাজ আহমেদের নিয়ন্ত্রিত বোলিং মাঝের ওভারগুলোয় রান আটকে দেয় রাজস্থানের। ৫০ ওভারে চার উইকেট হারিয়ে ২৬৫ রান করে রাজস্থান। দু’টি করে উইকেট দিন্দা ও অর্ণবের।
জবাবে ১২ ওভারের মাথায় প্রথম উইকেট হারায় বাংলা। ৩৩ বলে ১৪ রান করে ফিরে যান শ্রীবৎস গোস্বামী। সেখান থেকে ম্যাচের হাল ধরেন অভিমন্যু ও রামন। ছোটবেলার দুই বন্ধু মিলে ১১২ রানের জুটি গড়ে লড়াইয়ে ফেরায় বাংলাকে। ৯২ বলে ৬৬ রান করে অভিমন্যু ফিরে যাওয়ার পরে পরিস্থিতি কঠিন হয়ে যায়। মিডল অর্ডারে মনোজ তিওয়ারি (৭) ও সুদীপ চট্টোপাধ্যায় (১) ও অনুষ্টুপ মজুমদার (১৭) ফের ব্যর্থ। ৪৪.৫ ওভারে ২২৪-৫ স্কোরে পরিণত হওয়ার পর থেকেই ফের হারের আশঙ্কা ফিরে আসে শিবিরে। শুধুমাত্র রামনের দ্রুত রান করার গতি বাংলাকে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে সাহায্য করে। সেই সঙ্গে শাহবাজের ১২ বলে অপরাজিত ২০ রানের ইনিংস এক ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে বাংলার। রাজস্থানের বিরুদ্ধে রামনের সৌজন্যেই চার পয়েন্ট এল অরুণ লালের শিবিরে।