আজ মহাষষ্ঠী। দেবীর বোধন দিয়ে শুরু হচ্ছে বাঙালির দুর্গাপুজো। আর এই দিনেই মনের চাপা বেদনা, ক্ষোভ, ভালো লাগা, খারাপ লাগার অনুভূতিগুলি শব্দে, বাক্যে লিখে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর ‘কিছু কথা কিছু ব্যথা’ শীর্ষক একটি লেখা এদিন প্রকাশ পেয়েছে ‘জাগো বাংলা উৎসব সংখ্যা ১৪২৬’-এ। এই কলমে দেশের ভবিষ্যৎ নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করেছেন মমতা। আগামী দিনে কী হবে সেই নিয়ে তাঁর ভাবনা ফুটে উঠেছে এই লেখার ছত্রে ছত্রে।
‘কিছু কথা কিছু ব্যাথা’ শীর্ষক কলমে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘এবার লিখতে বসে মনটা ভারাক্রান্ত। দেশের কি হবে। আমরা সবাই এক থাকতে পারব তো? এমন একটি সরকার দিল্লীর ক্ষমতায় এসেছে যারা গণতন্ত্র মানে না। সংবিধান মানে না। যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে না। মানুষের মৌলিক অধিকারের কোনও মূল্য এরা দেয় না। দেশকে একদলীয় ব্যবস্থার পথে ঠেলে দিয়ে সুপার এমার্জেন্সি কায়েম করা হয়েছে। শুধু বিজেপি থাকবে। আর সবাই জেলে যাবে। যে প্রতিবাদ করবে তার পিছনে এজেন্সি লাগিয়ে দেওয়া হচ্ছে। দেশের এত খারাপ সময় স্বাধীনতার এই ৭২ বছরে কখনও আসেনি’।
তিনি আরও লিখেছেন, ‘এরা যদি রাজনীতি করত কিছু বলার ছিল না। এদের কাজ শুধু ভাগাভাগি। কোথাও ধর্মের ভিত্তিতে, কোথাও জাতির ভিত্তিতে। যেখানে যেমন সুট করে আর কী। ভুলভাল পদক্ষেপ করে দেশের অর্থনীতিকে দুমড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যৎ অন্ধকার। যুবকদের হাহাকার। কোথাও চাকরি নেই। উল্টে চলছে ছাঁটাই। একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা হয় বিক্রি করে দেওয়া হচ্ছে, নতুবা বন্ধ করা হচ্ছে। অর্থনীতির এতটাই খারাপ অবস্থা যে হাত পড়েছে রিজার্ভ ব্যাঙ্কের তহবিলে। আগামী দিনে ব্যাঙ্কে গচ্ছিত টাকা মানুষ পাবে কি না আমার সন্দেহ আছে।