এর আগে প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওয়াগ ইমরানের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন। এবার রাষ্ট্রপুঞ্জে ইমরান খানের বক্তৃতার কড়া প্রতিক্রিয়া জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় পাক প্রধানমন্ত্রী যে সুরে বক্তব্য রেখেছেন তা ‘জঘন্য’ এবং ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন মহারাজ।
রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে ইমরান খানের বক্তব্যের একটি ভিডিও টুইট করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। সেখানে তিনি লেখেন, ইমরান খান নিজেকে অপমানিত করার নিত্যনতুন উপায় খুঁজে বের করছেন। সহবাগের টুইটেই এই মন্তব্য করেন সৌরভ। তিনি বলেন, ‘বীরু… এটা দেখে আমি স্তম্ভিত। গোটা বিশ্বের শান্তি প্রয়োজন। আর পাকিস্তানের মতো দেশে তো সবচেয়ে বেশি প্রয়োজন। সেখানে একজন নেতা এই ধরনের জঘন্য কথা কী করে বলতে পারেন! যে ক্রিকেটার ইমরানকে গোটা বিশ্ব চেনে, ইনি তিনি নন।’